কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা দরগার পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং ৪০ রাউন্ড নীল রঙের কার্তুজ উদ্ধার করেছে। এ সময় তাউসিফুল করিম রাফি (১৬) নামের এক কিশোরকে আটক করা হয়। সে হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিমের পুত্র ।এই ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় রাফির বাবা রেজাউল করিমকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।টেকনাফ মডেল থানার ওসি মোঃ গিয়াস উদ্দিন গত শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,গত মঙ্গলবার গভীর রাতে হ্নীলা দরগার পাড়ায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রাফিকে আটক করা হয়। তার হাতে থাকা নীল রঙের শপিং ব্যাগ থেকে একটি লোহার বাটযুক্ত কালো রঙের বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং ৪০ রাউন্ড নীল রঙের কার্তুজ উদ্ধার করা হয়। এসব আলামত সাক্ষীদের সামনে ভোর ৪টায় জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।জিজ্ঞাসাবাদে রাফি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তার বাবা রেজাউল করিমের। পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল করিম তাকে ওই অস্ত্র ও গুলি নুরুল আমিনের বাড়ির পেছনে লুকানোর নির্দেশ দেন।ওসি আরও জানান, অভিযুক্ত রেজাউল করিম ও তার ছেলে রাফি অস্ত্র-গুলি নিজের হেফাজতে রেখে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর পরিকল্পনা করেছিল। পলাতক আসামি ও আটক কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।