চুয়াডাঙ্গা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৪

মোংলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবী আটককৃতরা হলেন ডাকাত। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে সেখান থেকে তাদেরকে আটক করা হয়।

 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টার দিকে বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া এলাকার বেঙ্গল এলপিজি কোম্পানীর মাঠে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাঠে পূর্ব ডাকাতির প্রস্তুতি নিয়ে থাকা ডাকাতেরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে সাড়ে ৩টার দিকে আটক করেন।

 

আটককৃতরা হলো রামপালের গৌরম্ভা ইউনিয়নের আদাঘাটের বাসিন্দা মৃত আঃ হামিদ শেখের ছেলে আশিকুর রহমান টমাস (৪০), একই এলাকার জিহাদ শেখের ছেলে আল-আমিন শেখ (৩৪), ও উজলকুড় ইউনিয়নের মানিক নগরের মালেক মোড়লের ছেলে তাজু মোড়ল (২৮), একই ইউনিয়নের সন্তোষপুরের জিল্লুর রহমানের ছেলে ওমর ফারুক (২০)।

 

তাদের কাছ থেকে একটি কাটিং প্লাস, একটি এন্টিকাটার, ২টি দা, ১টি ছুরিসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়েরের পর রবিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

মোংলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৪

আপডেটঃ ০৭:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

মোংলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবী আটককৃতরা হলেন ডাকাত। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে সেখান থেকে তাদেরকে আটক করা হয়।

 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টার দিকে বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া এলাকার বেঙ্গল এলপিজি কোম্পানীর মাঠে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাঠে পূর্ব ডাকাতির প্রস্তুতি নিয়ে থাকা ডাকাতেরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে সাড়ে ৩টার দিকে আটক করেন।

 

আটককৃতরা হলো রামপালের গৌরম্ভা ইউনিয়নের আদাঘাটের বাসিন্দা মৃত আঃ হামিদ শেখের ছেলে আশিকুর রহমান টমাস (৪০), একই এলাকার জিহাদ শেখের ছেলে আল-আমিন শেখ (৩৪), ও উজলকুড় ইউনিয়নের মানিক নগরের মালেক মোড়লের ছেলে তাজু মোড়ল (২৮), একই ইউনিয়নের সন্তোষপুরের জিল্লুর রহমানের ছেলে ওমর ফারুক (২০)।

 

তাদের কাছ থেকে একটি কাটিং প্লাস, একটি এন্টিকাটার, ২টি দা, ১টি ছুরিসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়েরের পর রবিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।