রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম রাশিয়া থেকে ভারতে ট্রানজিট হয়ে বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে। গত শনিবার (৪ মার্চ) ভারতের হলদিয়া বন্দর থেকে রাশিয়ান পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি অপরাজিতা। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্যের রাশিয়া-ভারত ট্রানজিটের তৃতীয় চালান।
সম্প্রতি ৭টি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাহিরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর কিছু কিছু জাহাজ রাশিয়া থেকে পণ্য এনে ভারতে খালাস করছে। সেগুলোই ভারতে ট্রানজিট হয়ে আসছে মোংলা বন্দরে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম দুলাল জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৫২৫ প্যাকেজের ১ হাজার ২৪৯ দশমিক ১৬ মেট্রিক টন মেশিনারি পণ্য ভারতে ট্রানজিট হয়ে মঙ্গলবার মোংলা বন্দরে এসে পৌঁছেছে। দুপুর থেকেই জাহাজ থেকে সেগুলো খালাস শুরু হয়েছে। এরপর সড়ক পথে এসব পণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।
তিনি আরও বলেন, এটি রাশিয়া-ভারত ট্রানজিটের তৃতীয় চালান। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এমভি সেজুতি ও ২৩ ফেব্রুয়ারি এমভি অপরাজিতা রুশ পণ্য নিয়ে ভারতে ট্রানজিট হয়ে মোংলা বন্দরে আসে। আর ট্রানজিটের তৃতীয় চালান এসেছে ৭ মার্চ।