চুয়াডাঙ্গা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চৌগাছায় নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছা বাজারে নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ থেকে ইট ধসে পড়ে মায়ের সামনেই এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বাজারের মাইক্রোস্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, পৌরসভার নিরিবিলিপাড়ার শংকর বালার একমাত্র মেয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া বালা (৭) আজ শনিবার সকালে পাশের একটি স্কুল থেকে প্রাইভেট পড়ে বাসার উদ্দেশে আসছিল।

 

এ সময় শিশুর মা সাথে ছিলেন। স্কুলের সন্নিকটে মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন নাসির হোটেলের গলিতে পৌঁছলে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে হঠাৎ ইট ধসে পড়ে। ধসে পড়া ইট ওই শিশুর মাথায় এসে পড়লে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তার মা স্থানীয়দের সহযোগিতায় তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যান।

 

তারা আরো জানায়, শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু যশোরে নেওয়ার পর সকাল ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। করুণ এই মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। চোখের সামনে সন্তানের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন শিশুটির মা, নির্বাক তার বাবাও।

 

ঘটনাস্থলে গেলে ওই ভবনের আশেপাশের লোকজন জানান, ওই ভবনের মালিক ডা. জিল্লুর রহমান। ভবনটির ৪ তলায় নির্মাণ কাজ চলছিল। ভবন নির্মাণে দায়িত্ব অবহেলার অভিযোগ করেন অনেকে।

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

চৌগাছায় নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেটঃ ০৬:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

যশোরের চৌগাছা বাজারে নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ থেকে ইট ধসে পড়ে মায়ের সামনেই এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বাজারের মাইক্রোস্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, পৌরসভার নিরিবিলিপাড়ার শংকর বালার একমাত্র মেয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া বালা (৭) আজ শনিবার সকালে পাশের একটি স্কুল থেকে প্রাইভেট পড়ে বাসার উদ্দেশে আসছিল।

 

এ সময় শিশুর মা সাথে ছিলেন। স্কুলের সন্নিকটে মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন নাসির হোটেলের গলিতে পৌঁছলে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে হঠাৎ ইট ধসে পড়ে। ধসে পড়া ইট ওই শিশুর মাথায় এসে পড়লে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তার মা স্থানীয়দের সহযোগিতায় তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যান।

 

তারা আরো জানায়, শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু যশোরে নেওয়ার পর সকাল ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। করুণ এই মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। চোখের সামনে সন্তানের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন শিশুটির মা, নির্বাক তার বাবাও।

 

ঘটনাস্থলে গেলে ওই ভবনের আশেপাশের লোকজন জানান, ওই ভবনের মালিক ডা. জিল্লুর রহমান। ভবনটির ৪ তলায় নির্মাণ কাজ চলছিল। ভবন নির্মাণে দায়িত্ব অবহেলার অভিযোগ করেন অনেকে।