নওগাঁর মান্দা থানা পুলিশের এডিস মশা নিধনের এক ব্যাক্তিক্রমী উদ্যোগ নিয়েছেন। নওগাঁ জেলা পুলিশ সুপার রাশেদুল হক বিপিএম,এর দিক নির্দেশনায় আজ শনিবার বেলা ১২ টায় মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজীর নেত্রীতে।
মান্দা থানার তদন্ত ওসি মোঃ মেহেদী হাসান থানার সঙ্গীয় ফোর্স নিয়ে এডিস মশা নিধনের জন্য থানা চত্বরে বিভিন্ন জায়গায় গুলো ঘুরে ঘুরে পরিস্কার সহ থানা চত্বরে বিভিন্ন ফুলের বাগান, সবজির বাগান, থানা চত্বরে বিভিন্ন গাছের গোড়া পরিস্কার করেন। এডিস মশা নিধনে থানা চত্বর পরিস্কার কালে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী ও মান্দা থানার তদন্ত ওসি মেহেদী হাসান বলেন
জনসাধরনের প্রতি আহবান জানিয়ে সবাই ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন। প্রত্যেকের বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব পরিষ্কার রাখুন। প্রতিনিয়ত খেয়াল রাখবেন এসব জায়গায় যেন পানি জমতে না পারে। কারো এলাকায় মশার উপদ্রব বাড়লে পুলিশকে অবহিত করুন। আমরা সবার সহযোগিতা কামনা করছি। মশার উপদ্রব শেষ না হওয়া পর্যন্ত সবার সেই দিকে নজর রাখা দরকার।