রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে একটি পাঁচ তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের মধ্যে ৯ জন পুরুষ এবং দুজন নারী।
ঢাকা মেডিক্যালের সামনে থেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুক্ষণ পর পর ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে মৃতদেহ আনা হচ্ছে। সর্বশেষ সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে একটি মৃতদেহ আনা হয় ঢামেকের জরুরি বিভাগে।
এদিকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে এখন পর্যন্ত শতাধিক আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সরেজমিন দেখে গেছে, যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার পাশে ‘চায়না পয়েন্ট’ নামে একটি পাঁচতলা ভবন। এ ভবনে ব্র্যাক ব্যাংকের শাখা রয়েছে। বিস্ফোরণে পাঁচতলা এ ভবনের সব ফ্লোরই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে জানালার কাচ।
বিস্ফোরণের ভয়াবহত আঁচ করা যাচ্ছে আশপাশের বিভিন্ন স্থাপনা দেখেও। সব ভেঙেচুরে তছনছ হয়ে গেছে। রাস্তায় চলাচল করা কয়েকটি যাত্রাবাহী বাসও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাসের জানালার কাচ ভেঙে গেছে। আহত হয়েছেন বাসে বসে থাকা যাত্রীরাও।