চুয়াডাঙ্গা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে গণ জমায়েত জামায়াতে ইসলামীর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি Pliwc Job circular 2025 ৪০৮ আরোহী নিয়ে ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর সময় ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক, পারবে না: জামায়াত আমির দিল্লিতে গৃহবন্দী শেখ হাসিনা? | Barta Bazar আমরা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী : ড. ইউনূস জীবন বীমা কর্পোরেশন চাকরির খবর JBC Job Circular 2025 তিন নির্বাচনে দায়িত্বে থাকা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, অন্যদের ওএসডির সিদ্ধান্ত

ঠাণ্ডায় নাক বন্ধ হলে স্বস্তি দেবে যেসব পানীয়

শীতের মৌসুম শুরু হতে না হতেই একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। এর মধ্যে খুব স্বাভাবিক একটি অসুখ হচ্ছে সর্দি-কাশি। সেই সঙ্গে আসে জ্বরও। আর সর্দি হলেই নাক বন্ধ হওয়ার উপক্রম হয়। এই সময়ে বিশেষ করে খুব সহজে অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা। আবহাওয়ার পরিবর্তনের কারণে তাদের চট করে ঠাণ্ডা লেগে যায়। বয়স্কদের মধ্যেও এই উপসর্গগুলো দেখা যায়। শীতের মৌসুমের এসব সমস্যা দূর করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য জিনিস হলো ঘরোয়া টোটকা।

 

বেশ কয়েকটি পানীয় খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর সেগুলো খেলে গলা ব্যথা থেকে নাক বন্ধ, মাথা যন্ত্রণা থেকে সর্দি-কাশি-কফের সমস্যা দূর হবে নিমেষেই।

শীতকালে সুস্থ-সবল রাখবে যেসব পানীয়

 

শীতের মৌসুমে প্রতিদিন গরম দুধে হলুদ মিশিয়ে খান। এই পানীয়ের রয়েছে অনেক গুণ। বিভিন্নভাবে ভালো রাখবে শরীর। গরম দুধে হলুদের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য গোলমরিচ ও মধু। এই পানীয় শীতের মৌসুমে শরীর গরম রাখবে।
আদা ও পাতিলেবুর রস মিশিয়ে চা তৈরি করে নিন। শীতের দিনে এই চা খেলে গলা ব্যথায় আরাম পাবেন।
সর্দি-কাশি কিংবা জ্বর হলেও খেতে পারেন লেবু ও আদার রস মেশানো চা। কাশির সমস্যা কমাবে আদার রস।
শীতকালের মূল সমস্যা হলো সর্দি-কাশি। এক্ষেত্রে অব্যর্থ ওষুধ তুলসী পাতা। চায়ের মধ্যে মিশিয়ে নিতে পারেন তুলসী পাতার রস। তুলসী পাতার রস কাশির সমস্যা যেমন কমাতে সাহায্য করে তেমনই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

অ্যাপেল সিডার ভিনেগারও ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক হিসেবে শীতকালে খেতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নিন লবঙ্গ। অ্যাপেল সিডার ভিনেগার খাইখাই ভাব কমায় এবং মেটাবলিজম রেট বাড়ায়। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে।

 

শীতকালে নিয়মিত আমলকী বা আমলকির রস খেতে পারলে অনেক উপকার পাবেন। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য পাতিলেবুর রস। আমলকির রস খেলে দূর হবে কাশির সমস্যা। গলা ব্যথা, সর্দিতেও আরাম দেবে এই পানীয়। কাঁচা আমলকী চিবিয়ে খেলেও উপকার অনেক।

প্রসংঙ্গ :
avashnews

দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে গণ জমায়েত জামায়াতে ইসলামীর

avashnews

Powered by WooCommerce

ঠাণ্ডায় নাক বন্ধ হলে স্বস্তি দেবে যেসব পানীয়

আপডেটঃ ১০:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

শীতের মৌসুম শুরু হতে না হতেই একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। এর মধ্যে খুব স্বাভাবিক একটি অসুখ হচ্ছে সর্দি-কাশি। সেই সঙ্গে আসে জ্বরও। আর সর্দি হলেই নাক বন্ধ হওয়ার উপক্রম হয়। এই সময়ে বিশেষ করে খুব সহজে অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা। আবহাওয়ার পরিবর্তনের কারণে তাদের চট করে ঠাণ্ডা লেগে যায়। বয়স্কদের মধ্যেও এই উপসর্গগুলো দেখা যায়। শীতের মৌসুমের এসব সমস্যা দূর করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য জিনিস হলো ঘরোয়া টোটকা।

 

বেশ কয়েকটি পানীয় খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর সেগুলো খেলে গলা ব্যথা থেকে নাক বন্ধ, মাথা যন্ত্রণা থেকে সর্দি-কাশি-কফের সমস্যা দূর হবে নিমেষেই।

শীতকালে সুস্থ-সবল রাখবে যেসব পানীয়

 

শীতের মৌসুমে প্রতিদিন গরম দুধে হলুদ মিশিয়ে খান। এই পানীয়ের রয়েছে অনেক গুণ। বিভিন্নভাবে ভালো রাখবে শরীর। গরম দুধে হলুদের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য গোলমরিচ ও মধু। এই পানীয় শীতের মৌসুমে শরীর গরম রাখবে।
আদা ও পাতিলেবুর রস মিশিয়ে চা তৈরি করে নিন। শীতের দিনে এই চা খেলে গলা ব্যথায় আরাম পাবেন।
সর্দি-কাশি কিংবা জ্বর হলেও খেতে পারেন লেবু ও আদার রস মেশানো চা। কাশির সমস্যা কমাবে আদার রস।
শীতকালের মূল সমস্যা হলো সর্দি-কাশি। এক্ষেত্রে অব্যর্থ ওষুধ তুলসী পাতা। চায়ের মধ্যে মিশিয়ে নিতে পারেন তুলসী পাতার রস। তুলসী পাতার রস কাশির সমস্যা যেমন কমাতে সাহায্য করে তেমনই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

অ্যাপেল সিডার ভিনেগারও ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক হিসেবে শীতকালে খেতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নিন লবঙ্গ। অ্যাপেল সিডার ভিনেগার খাইখাই ভাব কমায় এবং মেটাবলিজম রেট বাড়ায়। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে।

 

শীতকালে নিয়মিত আমলকী বা আমলকির রস খেতে পারলে অনেক উপকার পাবেন। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য পাতিলেবুর রস। আমলকির রস খেলে দূর হবে কাশির সমস্যা। গলা ব্যথা, সর্দিতেও আরাম দেবে এই পানীয়। কাঁচা আমলকী চিবিয়ে খেলেও উপকার অনেক।