মেহেরপুর জেলার সদর থানার অন্তর্গত বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে চল্লিশ হাজার আমেরিকান ডলার আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি।
গতকাল ৩০ মার্চ চোরাকারবারী কর্তৃক মেহেরপুর জেলার অধিনস্থ মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ইউএস ডলার পাচার করা হবে মর্মে বিশেষ তথ্যের ভিত্তিতে বুড়িপোতা সীমান্ত ফাঁড়ীর কমান্ডার নাঃ সুবেদার সিগঃ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে সশস্ত্র টহল দল সীমান্ত পিলার ১১৬/৫ এস হতে ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাড়িবাঁকা গ্রামের বাড়িবাকা মোড় নামক পাকা রাস্তার পার্শ্বে এ্যাম্বুশ করে।
সময় আনুমানিক সন্ধ্যা ৭.৩০ টায় দুইজন অজ্ঞাত ব্যক্তিকে মোটর সাইকেলে যোগে সীমান্তের দিকে যেতে দেখে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেলের পিছনের বসে থাকা আরোহী একটি ব্যাগ নিয়ে মোটর সাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় এবং অপর আরোহী মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তখন টহলদল ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধাওয়া করলে উক্ত ব্যক্তি প্লাষ্টিকের ব্যাগটি ফেলে উক্ত এলাকায় গ্রামের মধ্যে লুকিয়ে পড়ে। পরবর্তীতে টহলদল ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের মধ্যে ০৪ টি বান্ডেলে ১০০ ইউএস ডলার মানের ৪০০টি নোট উদ্ধার করতে সক্ষম করতে হয়।
এ বিষয়ে মেহেরপুর থানায় মামলা করতঃ ইউএস ডলার মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।