সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বাবুল মিয়া হত্যাকাণ্ডের মূল হোতা মইনুল হককে ভারত হয়ে ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বেনাপোল পোর্ট থানা।
বেনাপোল ইমিগ্রেশন থেকে সোমবার (১৭ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বেনাপোল পোর্ট থানা হস্তান্তর করেন।
গ্রেপ্তার মইনুল হক (৩৭) দ্বীন ইসলাম গোষ্ঠীর মৃত আসক আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানা জানায়, ভারতে পালিয়ে যাওয়ার জন্য ফ্রান্স প্রবাসী মইনুল হক বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায় যে তিনি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। পরে তাকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পোর্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই কাজী জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি মঈনুল বেনাপোল পোর্ট থানা হেফাজতে আছে। সংশ্লিষ্ট থানায় তাকে পাঠানো হবে। তার নামে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা রয়েছে।