দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় ট্রান্সফরমার চুরির মামলায় আজগর আলী (৩৮) নামের একজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল দুপুর ১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটককৃত এজাহারনামীয় ১ নং আসামি আজগর আলী সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত. আজমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা থানাধীন শিবনগর মৌজাস্থ সেজোতলার মাঠ, শিবনগর হতে ৪ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের মধ্যে থাকা তামার কয়েলসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় ৭জনের নাম উল্লেখ করে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামের আলিহিম মন্ডলের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আটককৃত আসামী ওই মামলার ১নং আসামী।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানিয়েছেন, আজ বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।