দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতিয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যপি অনস্ঠান চলে।
কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর প্রাঙ্গণে ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন “”অগ্নিবীণার শতবর্ষ, বংগবন্ধুর চেতনায় শানিতরুপ”” প্রতিপাদ্য নিয়ে যথাযথ ভাবে মানবতা সাম্য ও বিদ্রহের জাতীয় কবি কাজি নজরুল ইসলাম এর ১২৪ তম জন্ম বার্ষিকী পালন করতে পেরেছি।
কবির জন্ম জয়ন্তিতে শোভাযাত্রা ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। তিনি বলেন জাতীয় কবির স্মৃতিময় স্থানটিকে জাগিয়ে রাখতে পারলেই কেবল সার্থকতা আসবে। জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বিশেষ অতিথি ছিলেন কাজি নুরুল ইসলাম উপ- সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়।
কার্পাসডাঙ্গা কবি নজরুল স্মৃতি সংঘের সভাপতি প্রফেসর আঃ গফুর ও,স্থানীয় ইউ পি চেয়ারম্যান মেম্বর সহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বিকালে সাংস্কৃতিক অনুস্টান ও রাতে কবি নজরুল ইসলামের লেখা নাটক মন্চস্থ হয়।