চুয়াডাঙ্গা ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় বিএন‌পির ইফতার ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলা বিএন‌পির উদ্দ্যো‌গে ইফতার ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার সন্ধা ৬ টায় দামুড়হুদা বাসষ্ট‌্যান্ড সংলগ্ন মা‌র্কেটের সাম‌নে এ ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্টিত হয়।

 

উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি ম‌নিরুজ্জামান ম‌নি‌রের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক র‌ফিকুল হাসান তনুর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত ইফতার ও দোয় মাহ‌ফি‌লে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির ভারপ্রাপ্ত কোষাধাক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএন‌পির আহ্বায়ক মাহম‌ুদ হাসান খাঁন বাবু।

 

বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, চু্য়াডাঙ্গা জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য খন্দকার আব্দুর জব্বার সোনা, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য ও দর্শনা থানা বিএন‌পির সভাপ‌তি খাজা আবুল হাসনাত, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য ও জীবননগর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি আনোয়ার হো‌সেন খাঁন খোকন, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য ও জেলা কৃষক দ‌লের আহ্বায়ক মোককারম হো‌সেন, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য ছালমা জাহান পারুল, হা‌বিবুর রহমান বু‌লেট প্রমুখ।
ইফতার মাহ‌ফি‌লে উপ‌জেলার ৬ টি ইউনি‌য়ের প্রায় এক হাজার বিএন‌পির নেতাকর্মী উপ‌স্থিত হয়।

 

 

এর আগে একই স্থা‌নে বি‌কেল ৪ টা থে‌কে ৬ টা পর্যন্ত বিএন‌পির নেতাকর্মীরা অবস্থান কর্মসূ‌চি পালন ক‌রেন।

 

 

Powered by WooCommerce

দামুড়হুদায় বিএন‌পির ইফতার ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত

আপডেটঃ ০৭:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলা বিএন‌পির উদ্দ্যো‌গে ইফতার ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার সন্ধা ৬ টায় দামুড়হুদা বাসষ্ট‌্যান্ড সংলগ্ন মা‌র্কেটের সাম‌নে এ ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্টিত হয়।

 

উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি ম‌নিরুজ্জামান ম‌নি‌রের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক র‌ফিকুল হাসান তনুর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত ইফতার ও দোয় মাহ‌ফি‌লে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির ভারপ্রাপ্ত কোষাধাক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএন‌পির আহ্বায়ক মাহম‌ুদ হাসান খাঁন বাবু।

 

বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, চু্য়াডাঙ্গা জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য খন্দকার আব্দুর জব্বার সোনা, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য ও দর্শনা থানা বিএন‌পির সভাপ‌তি খাজা আবুল হাসনাত, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য ও জীবননগর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি আনোয়ার হো‌সেন খাঁন খোকন, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য ও জেলা কৃষক দ‌লের আহ্বায়ক মোককারম হো‌সেন, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য ছালমা জাহান পারুল, হা‌বিবুর রহমান বু‌লেট প্রমুখ।
ইফতার মাহ‌ফি‌লে উপ‌জেলার ৬ টি ইউনি‌য়ের প্রায় এক হাজার বিএন‌পির নেতাকর্মী উপ‌স্থিত হয়।

 

 

এর আগে একই স্থা‌নে বি‌কেল ৪ টা থে‌কে ৬ টা পর্যন্ত বিএন‌পির নেতাকর্মীরা অবস্থান কর্মসূ‌চি পালন ক‌রেন।