এল ক্ল্যাসিকো’তে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। খবর অ্যাথলেটিকের।
এই জয়ে গ্যালাক্টিকোদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার রেসে আরও একধাপ এগিয়ে গেল বার্সা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলার চেষ্টা করে দু’দল। ৯ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ভিনিসিয়াস জুনিয়রের ক্রস ক্লিয়ার করতে গেলে রোনালন্ড আরাউজো নিজেদের জালেই জড়িয়ে ফেলেন বল।
ফলে ১-০ গোলের লিড পায় রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণে অতিথিদের রক্ষণের পরীক্ষা নিতে থাকা বার্সেলোনা সমতায় ফেরে ৪৫ মিনিটে। জটলার মধ্যে বল পেয়ে রবার্তোর জোরালো শটে স্কোরলাইন ১-১ করে স্বাগতিকরা।
আর খেলার অন্তিম মুহূর্তে যোগ করা অতিরিক্ত সময়ে ফ্র্যাঙ্ক কেসিয়ের গোলে টানা তিন এল ক্ল্যাসিকোতে জয় নিশ্চিত করে বার্সেলোনা।