চুয়াডাঙ্গা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা বন্দরে ড্রেজার থেকে পড়ে এক শ্রমিক নিঁখোজ, উদ্ধার অভিযান চলছে

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ড্রেজারে কাজ করার সময় পশুর নদীতে পড়ে এক শ্রমিক নিঁখোজ হয়েছেন। বন্দর জেটির সম্মুখে পশুর নদীতে খনন কাজে নিয়োজিত ড্রেজারে কাজ করার সময় দুই শ্রমিক নদীতে পড়ে যান। এ সময় একজন সাতরিয়ে কুলে উঠতে সক্ষম হলেও অপরজন নিঁখোজ হন। তবে বন্দরের এ ড্রেজারটি একটি প্রতিষ্ঠানকে ইজারা দেয়া হয়েছে, ওই ইজারাদারই ৫নম্বর জেটি এলাকায় খনন কাজ করছিলেন।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের ৫নম্বর জেটি এলাকায় খনন কাজে নিয়োজিত সিএসবি বোখারী নামক ড্রেজারের কাটার (মাটি খননের পাখা) পরিস্কার করার সময় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই শ্রমিক হঠাৎ নদীতে পড়ে যান। মুলত ড্রেজারের কাটারের ঝুলন্ত ওয়াররোপ ছিড়ে কাটারটি নদীর তলদেশে পড়ে যায়।

 

এ সময়ই কাটারের উপরে থাকা দুই শ্রমিক নদীতে পড়ে যায়। তখন একজন সাতরিয়ে কুলে উঠতে পারলেও নাইম দেওয়ান (২৫) নামের অপর শ্রমিক নিঁখোজ হন। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে স্থানীয় ডুবুরি, বন্দর ও ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিঁখোজের লাশটি সনাক্ত করেন স্থানীয় ডুবুরিরা।

 

নিঁখোজ শ্রমিক নাইমের লাশ কাটারের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। লাশটি যাতে সরে কিংবা ভেসে যেতে না পারে সেজন্য রশি/দড়ি দিয়ে হাত বেঁধে রেখেছেন ডুবুরিরা। ড্রেজারের কাটার ওঠা-নামানোর ওয়াররোপ (লোহার তারের দড়ি ) ছিড়ে যাওয়ায় সেটি মেরামত না করা পর্যন্ত লাশটি উদ্ধার করা সম্ভব হচ্ছেনা। কারণ লাশটি কাটারের নিচে নদীর তলদেশের মাটিতে চাপা পড়া অবস্থায় রয়েছে। কাটার তোলার সাথে সাথেই লাশটি উদ্ধার করবেন ডুবরিরা।

 

নিঁখোজ নাইম দেওয়ানের বাড়ী মুন্সীগঞ্জে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের চীফ হাইড্রোগ্রাফার লে: কমান্ডার ওবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিঁখোজের সন্ধানে দুর্ঘটনাকবলিতস্থালে অভিযান চালাচ্ছেন ডুবরি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনি আরো বলেন, ইতিমধ্যে লাশের অবস্থান সনাক্ত করা হয়েছে, ড্রেজারের কাটার উত্তোলনের ওয়াররোপটি মেরামত করেই লাশটি তোলা হবে বলেও জানান তিনি।

 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বন্দর জেটির সামনে খনন কাজে নিয়োজিত ড্রেজারের কাজ করার সময় দুই শ্রমিক নদীতে পড়ে যায়। তাদের মধ্যে একজন সাতরিয়ে কুলে উঠে আসলেও অপরজন নিঁখোজ হন। নিঁখোজের সন্ধান নিশ্চিত হয়েছে, এখন লাশ উদ্ধারের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

 

কারণ ড্রেজারের যে কাটারটি ছিড়ে পড়েছে সেটির ওয়াররোপ মেরামত করে কাটার তুলে কাটারের নিচে চাপা পড়া লাশ উদ্ধার করবেন অভিযানকারীরা। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। #

জনপ্রিয় সংবাদ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মোংলা বন্দরে ড্রেজার থেকে পড়ে এক শ্রমিক নিঁখোজ, উদ্ধার অভিযান চলছে

প্রকাশ : ০৯:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ড্রেজারে কাজ করার সময় পশুর নদীতে পড়ে এক শ্রমিক নিঁখোজ হয়েছেন। বন্দর জেটির সম্মুখে পশুর নদীতে খনন কাজে নিয়োজিত ড্রেজারে কাজ করার সময় দুই শ্রমিক নদীতে পড়ে যান। এ সময় একজন সাতরিয়ে কুলে উঠতে সক্ষম হলেও অপরজন নিঁখোজ হন। তবে বন্দরের এ ড্রেজারটি একটি প্রতিষ্ঠানকে ইজারা দেয়া হয়েছে, ওই ইজারাদারই ৫নম্বর জেটি এলাকায় খনন কাজ করছিলেন।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের ৫নম্বর জেটি এলাকায় খনন কাজে নিয়োজিত সিএসবি বোখারী নামক ড্রেজারের কাটার (মাটি খননের পাখা) পরিস্কার করার সময় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই শ্রমিক হঠাৎ নদীতে পড়ে যান। মুলত ড্রেজারের কাটারের ঝুলন্ত ওয়াররোপ ছিড়ে কাটারটি নদীর তলদেশে পড়ে যায়।

 

এ সময়ই কাটারের উপরে থাকা দুই শ্রমিক নদীতে পড়ে যায়। তখন একজন সাতরিয়ে কুলে উঠতে পারলেও নাইম দেওয়ান (২৫) নামের অপর শ্রমিক নিঁখোজ হন। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে স্থানীয় ডুবুরি, বন্দর ও ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিঁখোজের লাশটি সনাক্ত করেন স্থানীয় ডুবুরিরা।

 

নিঁখোজ শ্রমিক নাইমের লাশ কাটারের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। লাশটি যাতে সরে কিংবা ভেসে যেতে না পারে সেজন্য রশি/দড়ি দিয়ে হাত বেঁধে রেখেছেন ডুবুরিরা। ড্রেজারের কাটার ওঠা-নামানোর ওয়াররোপ (লোহার তারের দড়ি ) ছিড়ে যাওয়ায় সেটি মেরামত না করা পর্যন্ত লাশটি উদ্ধার করা সম্ভব হচ্ছেনা। কারণ লাশটি কাটারের নিচে নদীর তলদেশের মাটিতে চাপা পড়া অবস্থায় রয়েছে। কাটার তোলার সাথে সাথেই লাশটি উদ্ধার করবেন ডুবরিরা।

 

নিঁখোজ নাইম দেওয়ানের বাড়ী মুন্সীগঞ্জে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের চীফ হাইড্রোগ্রাফার লে: কমান্ডার ওবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিঁখোজের সন্ধানে দুর্ঘটনাকবলিতস্থালে অভিযান চালাচ্ছেন ডুবরি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনি আরো বলেন, ইতিমধ্যে লাশের অবস্থান সনাক্ত করা হয়েছে, ড্রেজারের কাটার উত্তোলনের ওয়াররোপটি মেরামত করেই লাশটি তোলা হবে বলেও জানান তিনি।

 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বন্দর জেটির সামনে খনন কাজে নিয়োজিত ড্রেজারের কাজ করার সময় দুই শ্রমিক নদীতে পড়ে যায়। তাদের মধ্যে একজন সাতরিয়ে কুলে উঠে আসলেও অপরজন নিঁখোজ হন। নিঁখোজের সন্ধান নিশ্চিত হয়েছে, এখন লাশ উদ্ধারের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

 

কারণ ড্রেজারের যে কাটারটি ছিড়ে পড়েছে সেটির ওয়াররোপ মেরামত করে কাটার তুলে কাটারের নিচে চাপা পড়া লাশ উদ্ধার করবেন অভিযানকারীরা। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। #