চুয়াডাঙ্গা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য উদ্ধার : গোডাউন সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা আলমডাঙ্গায় কম্বল চুরি,মাদক ব্যবসার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক দর্শনায় দু মহিলাকে কুপিয়ে জখম,যুবক আটক রুট পরিবর্তন হচ্ছে না বেনাপোল-সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের চুয়াডাঙ্গায় রুট পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ চুয়াডাঙ্গার সড়কে ভ্যান থেকে ছিটকে পড়ে নারী নিহত ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণীর অনশন দামুড়হুদায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ দর্শনায় বি এন পি নেতাকে কুপালো যুবলীগ কর্মী জীবননগর থানা থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার

তাপপ্রবাহে সুন্দরবনের বন্যপ্রাণীর পানিতে ও ছায়ায় অবস্থান

চলমান প্রচন্ড তাপপ্রবাহে অস্তির হয়ে উঠেছে সুন্দরবনের বিভিন্ন বন্যপ্রাণীও। গরম সহ্য করতে না পেরে সুন্দরবনের বানরগুলোর পানিতে নেমে বসে আছে। কোনটি আবার পানিতে ডুবোডুবিও করছে। যদিও সুন্দরবনে বানরের পানিতে নামার এমন দৃশ্য সচরাচর চোখে পড়েনা কারোরই।

 

এছাড়া কুমিরগুলোও পানিতে এবং ছায়ায় আশ্রয় নিয়েছে। আর হরিণ ও গুইসাপসহ যে সব বন্যপ্রাণী অহরহ দেখা যেতো তাও এখন দেখা যাচ্ছেনা তাপপ্রবাহের কারণে। করমজলে দর্শনার্থীদের আনন্দ উপভোগের জন্য আটকে রাখা হরিণগুলোও ছায়া অবস্থান নিয়েছে। খাবার দিলে রোদের মধ্যে ছায়া ছেড়ে খাবারও খেতে আসছেনা ওই হরিণগুলো। আর বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপগুলো আগে পুকুর থেকে ডাঙ্গায় উঠলেও তাপপ্রবাহের কারণে পানিতেই থাকছে সারাক্ষণ।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, করমজলের বানরগুলো গরম সহ্য করতে না পেরে পানিতে নেমে বসে আছে। আর কুমির ছায়ায় ও পানিতে এবং হরিণগুলোও ছায়ায় অবস্থান করছে। হরিণকে খাবার দিলেও ছায়া ছেড়ে রোদে খাবার খেতে আসছেনা। আর সব সময় হরিণ ও গুইসাপসহ অন্যান্য প্রাণী করমজলে দেখা গেলেও টানা তাপপ্রবাহে তা এখন আর দেখা যাচ্ছেনা। সেগুলোও গরমের কারণে বনের ভিতরে ছায়া শীতল জায়গায় আশ্রয় নিয়েছে বলেও জানান তিনি।

 

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য উদ্ধার : গোডাউন সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তাপপ্রবাহে সুন্দরবনের বন্যপ্রাণীর পানিতে ও ছায়ায় অবস্থান

প্রকাশ : ০৭:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

চলমান প্রচন্ড তাপপ্রবাহে অস্তির হয়ে উঠেছে সুন্দরবনের বিভিন্ন বন্যপ্রাণীও। গরম সহ্য করতে না পেরে সুন্দরবনের বানরগুলোর পানিতে নেমে বসে আছে। কোনটি আবার পানিতে ডুবোডুবিও করছে। যদিও সুন্দরবনে বানরের পানিতে নামার এমন দৃশ্য সচরাচর চোখে পড়েনা কারোরই।

 

এছাড়া কুমিরগুলোও পানিতে এবং ছায়ায় আশ্রয় নিয়েছে। আর হরিণ ও গুইসাপসহ যে সব বন্যপ্রাণী অহরহ দেখা যেতো তাও এখন দেখা যাচ্ছেনা তাপপ্রবাহের কারণে। করমজলে দর্শনার্থীদের আনন্দ উপভোগের জন্য আটকে রাখা হরিণগুলোও ছায়া অবস্থান নিয়েছে। খাবার দিলে রোদের মধ্যে ছায়া ছেড়ে খাবারও খেতে আসছেনা ওই হরিণগুলো। আর বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপগুলো আগে পুকুর থেকে ডাঙ্গায় উঠলেও তাপপ্রবাহের কারণে পানিতেই থাকছে সারাক্ষণ।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, করমজলের বানরগুলো গরম সহ্য করতে না পেরে পানিতে নেমে বসে আছে। আর কুমির ছায়ায় ও পানিতে এবং হরিণগুলোও ছায়ায় অবস্থান করছে। হরিণকে খাবার দিলেও ছায়া ছেড়ে রোদে খাবার খেতে আসছেনা। আর সব সময় হরিণ ও গুইসাপসহ অন্যান্য প্রাণী করমজলে দেখা গেলেও টানা তাপপ্রবাহে তা এখন আর দেখা যাচ্ছেনা। সেগুলোও গরমের কারণে বনের ভিতরে ছায়া শীতল জায়গায় আশ্রয় নিয়েছে বলেও জানান তিনি।