চুয়াডাঙ্গা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল দিয়ে পুলিশের জন্য ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি

বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ পুলিশের জন্য  ভারত থেকে ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। এর মধ্যে ১১টি রাইডিং ঘোড়া ও চারটি প্রজনন ঘোড়া রয়েছে।

বুধবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।

 

সিঅ্যান্ডএফ এজেন্ট মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি এবং সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আমদানি করা ১৫টি ঘোড়া আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে খালাসের কাজ করা হচ্ছে। ঘোড়াগুলো আমদানি করেছেন বাংলাদেশ পুলিশ। ঘোড়াগুলো খালাস করার পর বেনাপোল বন্দর থেকে ঢাকার বসিলায় অস্থায়ী কোয়ারিন্টিন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে ২৮ দিন রাখা হবে। তারপর স্বাস্থ্য পরীক্ষার পর রাজারবাগ পুলিশ লাইন্সে নেওয়া হবে।

 

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, ১৫টি ঘোড়া এক লাখ ৭০ হাজার ৯৭০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা।

Powered by WooCommerce

বেনাপোল দিয়ে পুলিশের জন্য ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি

আপডেটঃ ০৭:৩৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ পুলিশের জন্য  ভারত থেকে ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। এর মধ্যে ১১টি রাইডিং ঘোড়া ও চারটি প্রজনন ঘোড়া রয়েছে।

বুধবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।

 

সিঅ্যান্ডএফ এজেন্ট মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি এবং সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আমদানি করা ১৫টি ঘোড়া আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে খালাসের কাজ করা হচ্ছে। ঘোড়াগুলো আমদানি করেছেন বাংলাদেশ পুলিশ। ঘোড়াগুলো খালাস করার পর বেনাপোল বন্দর থেকে ঢাকার বসিলায় অস্থায়ী কোয়ারিন্টিন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে ২৮ দিন রাখা হবে। তারপর স্বাস্থ্য পরীক্ষার পর রাজারবাগ পুলিশ লাইন্সে নেওয়া হবে।

 

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, ১৫টি ঘোড়া এক লাখ ৭০ হাজার ৯৭০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা।