চুয়াডাঙ্গা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম: রাকুল



print news

অভিনেত্রী রাকুলপ্রীত সিং ওয়ার্ক আউট করতে গিয়ে গুরুতর চোট পান। আপাতত সম্পূর্ণ বিশ্রামে তিনি। এর আগে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয় যে তিনি ৮০ কেজির ডেডলিফ্ট করছিলেন বেল্ট না পরে। তাতেই কোমরে টান ধরে তার। এখন কেমন আছেন নায়িকা? নিজেই জানালেন সেই কথা।

সম্প্রতি একের পর এক বিপদ এসে ভর করছে রাকুলপ্রীত সিং ও তার পরিবারের ওপর। জুলাইয়ে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন তার ভাই। অন্যদিকে আর্থিক বিপর্যয়ে পড়ে অভিনেত্রীর শ্বশুর ও স্বামীর প্রযোজনা প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্ট।
সেগুলো কাটিয়ে ওঠার আগেই নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন রাকুল। বলেছিলেন, ৫ অক্টোবর ৮০ কেজি ওজনের একটা ডেডলিফট তুলেছিলেন। তখনই টেলবোনে ব্যথা অনুভব করেছিলেন। তবে সেই ব্যথা যে এত ভোগাবে কে জানত! প্রথমে ব্যথাকে খুব একটা পাত্তা দেননি অভিনেত্রী। চালিয়ে গিয়েছিলেন ওয়ার্কআউটের পাশাপাশি শুটিংও।
 

নিজের জন্মদিনে (১০ অক্টোবর) টের পেলেন ইনজুরির ভয়াবহতা! গতকাল হিন্দুস্তান টাইমসকে রাকুল জানান, সেদিন সন্ধ্যা নাগাদ শুরু হয় ভয়ানক যন্ত্রণা। নিজের পোশাকটা পর্যন্ত পরিবর্তন করতে পারছিলেন না তিনি। ব্যথায় জ্ঞানও হারিয়ে ফেলেন, কমে যায় রক্ত সঞ্চালন। ভেস্তে যায় জন্মদিনের পার্টিও।

অভিনেত্রী বলেন, আমার জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছিল জ্যাকি (স্বামী জ্যাকি ভাগনানি)। দুর্ভাগ্যের বিষয়, পার্টিটা হয়নি। কারণ পার্টি শুরুর এক ঘণ্টা আগেই আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।

এই দুঃসময়ে স্বামীকে ছায়ার মতো পাশে পেয়েছেন রাকুল। তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি, ‘শারীরিক অসুস্থতায় শুধু সেবা করাটা মুখ্য নয়, মানসিক সাপোর্টও এ সময় খুব দরকার। জ্যাকি সেটা দারুণভাবে করেছে। সারাক্ষণ আমার পাশে থেকেছে, আমাকে সাহস দিয়েছে।’

এখনো রাকুল পুরোপুরি সুস্থ হননি। বলেন, ‘এটা শুধু ১০ দিনের বিষয় নয়। পুরোপুরি সুস্থ হতে এখনো আরো সময় লাগবে। এখন ষষ্ঠ সপ্তাহ চলছে। আশা করছি, দুই সপ্তাহ পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।’

বর্তমানে রাকুলের হাতে আছে তামিল ছবি ‘ইন্ডিয়ান ৩’ ও হিন্দি ‘দে দে পেয়ার দে ২’। ছবিগুলোতে তার সঙ্গে অভিনয় করছেন অজয় দেবগণ ও কমল হাসান।



সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

আগেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম: রাকুল

আপডেটঃ ০৫:৫৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



print news

অভিনেত্রী রাকুলপ্রীত সিং ওয়ার্ক আউট করতে গিয়ে গুরুতর চোট পান। আপাতত সম্পূর্ণ বিশ্রামে তিনি। এর আগে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয় যে তিনি ৮০ কেজির ডেডলিফ্ট করছিলেন বেল্ট না পরে। তাতেই কোমরে টান ধরে তার। এখন কেমন আছেন নায়িকা? নিজেই জানালেন সেই কথা।

সম্প্রতি একের পর এক বিপদ এসে ভর করছে রাকুলপ্রীত সিং ও তার পরিবারের ওপর। জুলাইয়ে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন তার ভাই। অন্যদিকে আর্থিক বিপর্যয়ে পড়ে অভিনেত্রীর শ্বশুর ও স্বামীর প্রযোজনা প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্ট।
সেগুলো কাটিয়ে ওঠার আগেই নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন রাকুল। বলেছিলেন, ৫ অক্টোবর ৮০ কেজি ওজনের একটা ডেডলিফট তুলেছিলেন। তখনই টেলবোনে ব্যথা অনুভব করেছিলেন। তবে সেই ব্যথা যে এত ভোগাবে কে জানত! প্রথমে ব্যথাকে খুব একটা পাত্তা দেননি অভিনেত্রী। চালিয়ে গিয়েছিলেন ওয়ার্কআউটের পাশাপাশি শুটিংও।
 

নিজের জন্মদিনে (১০ অক্টোবর) টের পেলেন ইনজুরির ভয়াবহতা! গতকাল হিন্দুস্তান টাইমসকে রাকুল জানান, সেদিন সন্ধ্যা নাগাদ শুরু হয় ভয়ানক যন্ত্রণা। নিজের পোশাকটা পর্যন্ত পরিবর্তন করতে পারছিলেন না তিনি। ব্যথায় জ্ঞানও হারিয়ে ফেলেন, কমে যায় রক্ত সঞ্চালন। ভেস্তে যায় জন্মদিনের পার্টিও।

অভিনেত্রী বলেন, আমার জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছিল জ্যাকি (স্বামী জ্যাকি ভাগনানি)। দুর্ভাগ্যের বিষয়, পার্টিটা হয়নি। কারণ পার্টি শুরুর এক ঘণ্টা আগেই আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।

এই দুঃসময়ে স্বামীকে ছায়ার মতো পাশে পেয়েছেন রাকুল। তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি, ‘শারীরিক অসুস্থতায় শুধু সেবা করাটা মুখ্য নয়, মানসিক সাপোর্টও এ সময় খুব দরকার। জ্যাকি সেটা দারুণভাবে করেছে। সারাক্ষণ আমার পাশে থেকেছে, আমাকে সাহস দিয়েছে।’

এখনো রাকুল পুরোপুরি সুস্থ হননি। বলেন, ‘এটা শুধু ১০ দিনের বিষয় নয়। পুরোপুরি সুস্থ হতে এখনো আরো সময় লাগবে। এখন ষষ্ঠ সপ্তাহ চলছে। আশা করছি, দুই সপ্তাহ পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।’

বর্তমানে রাকুলের হাতে আছে তামিল ছবি ‘ইন্ডিয়ান ৩’ ও হিন্দি ‘দে দে পেয়ার দে ২’। ছবিগুলোতে তার সঙ্গে অভিনয় করছেন অজয় দেবগণ ও কমল হাসান।



সুত্র লিংক