বলিউড অভিনেত্রী সারা আলী খান খুব অল্প সময়ের মধ্যেই অভিনয়ে সিনেমাপ্রেমীদের নজর কেড়েছেন। কাজের পাশাপাশি তার সাজপোশাকের জন্যও প্রশংসিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হয় অভিনেত্রীর পোস্ট। এবার সারার প্রেমের গুঞ্জন উঠেছে নেটদুনিয়ায়।
এরপর থেকেই ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। তবে কার সঙ্গে প্রেম করছেন প্রিয় তারকা? তা জানতে মুখিয়ে রয়েছেন তারা।
গুঞ্জন উঠেছে, মডেল অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে ডেট করছেন সারা। যদিও সম্পর্কের বিষয়টি গোপন রাখতে চান তারা। কিন্তু সম্প্রতি এই জুটির ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। আর এতে শোরগোল পড়ে যায় চারদিক।
ওই ছবি ও ভিডিওতে রাজস্থানে একসঙ্গে ছুটি উপভোগ করতে দেখা গেছে সারা-অর্জুনকে। নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে রাজস্থানের হোটেল থেকে সেসব শেয়ার করেছেন দুজনই। এরপর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া।
এর আগেও কেদারনাথে একসঙ্গে সময় কাটানোর ছবি ভাইরাল হয়েছিল সারা-অর্জুনের। তবে এখন পর্যন্ত দুজনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বর্তমানে ‘স্কাই ফোর্স’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সারা। এ ছাড়াও আসছে ‘মেট্রো দ্য ডেজ’। এটি নির্মাণ করছেন অনুরাগ বসু।