ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন অভিনীত এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ভারতের বক্স অফিসে ৫০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে ৮০০ কোটি রুপি।
শুধু প্রথম দিনেই ১৬৪.২৫ কোটি রুপি আয় করে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে এক নতুন মাইলফলক স্পর্শ করে। শনিবার ও রবিবার যথাক্রমে ১১৯.২৫ কোটি ও ১৪১.৫০ কোটি রুপি আয় করে, যা সিনেমার প্রথম সপ্তাহান্তের আয়কে ৫২৯.৫০ কোটিতে নিয়ে গেছে।
বিশ্ববাজারে সিনেমাটি নজিরবিহীন সাড়া ফেলেছে। তিন দিনের মধ্যে দ্রুততম ৬০০ কোটি রুপি আয় করা ভারতীয় সিনেমার রেকর্ড গড়েছে। একই সঙ্গে এটি হয়ে উঠেছে এক দিনে একাধিক ভাষায় ৫০ কোটির বেশি আয় করা প্রথম সিনেমা।
প্রধান চরিত্রে আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি রাশমিকা মান্দানা, ফাহাদ ফাজিল এবং জগপতি বাবুর মতো অভিনেতারা এই সিনেমায় নতুন মাত্রা যোগ করেছেন।
দর্শকদের মতে, সুকুমারের পরিচালনা ও অনবদ্য চিত্রনাট্য সিনেমাটিকে অসাধারণ করে তুলেছে।
সিনেমাটির বক্স অফিস সাফল্য শুধু ভারতেই নয়, বিশ্ব সিনেমায় একটি নতুন ইতিহাস গড়ে তুলেছে। সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই সিনেমাটি ১০০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে।