চুয়াডাঙ্গা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আত্মহত্যা করলেন টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান

টিভি অভিনেতা এবং ‘দাদাগিরি ২ ‘ বিজয়ী নীতিন চৌহানের জীবনাবসান। গত ৭ নভেম্বর মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়, বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী নীতিন চৌহান আত্মহত্যা করে মারা গেছেন বলে জানা গেলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নীতিন চৌহান ২০০৯ সালে ‘দাদাগিরি ২’ জিতেছিলেন এবং তার পরে তাকে ‘তেরা ইয়ার হুন ম্যায়’ শোতেও দেখা গিয়েছিল।

 

নীতিনের বন্ধু কুলদীপ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, ‘আজ (৮ নভেম্বর) সকালেই জানতে পারি। ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওরা এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন। তবে আমি শুনে অবাক। কারণ, আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের।

 

আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কুলদীপ আরও জানান, ‘আমি নীতিনের জীবনের সঙ্গে জুড়ে রয়েছি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। আগামী মাসে আমাদের একসঙ্গে রাজস্থান যওয়ার পরিকল্পনাও ছিল।

 

এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন’।

 

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত।

সুত্র লিংক

Powered by WooCommerce

আত্মহত্যা করলেন টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান

আপডেটঃ ০৬:৫৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

টিভি অভিনেতা এবং ‘দাদাগিরি ২ ‘ বিজয়ী নীতিন চৌহানের জীবনাবসান। গত ৭ নভেম্বর মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়, বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী নীতিন চৌহান আত্মহত্যা করে মারা গেছেন বলে জানা গেলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নীতিন চৌহান ২০০৯ সালে ‘দাদাগিরি ২’ জিতেছিলেন এবং তার পরে তাকে ‘তেরা ইয়ার হুন ম্যায়’ শোতেও দেখা গিয়েছিল।

 

নীতিনের বন্ধু কুলদীপ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, ‘আজ (৮ নভেম্বর) সকালেই জানতে পারি। ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওরা এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন। তবে আমি শুনে অবাক। কারণ, আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের।

 

আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কুলদীপ আরও জানান, ‘আমি নীতিনের জীবনের সঙ্গে জুড়ে রয়েছি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। আগামী মাসে আমাদের একসঙ্গে রাজস্থান যওয়ার পরিকল্পনাও ছিল।

 

এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন’।

 

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত।

সুত্র লিংক