চুয়াডাঙ্গা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া এখন সপরিবারে ভারতে আছেন। সম্প্রতি তিনি একটি পডকাস্ট শোতে এসে বলেন যে তাকে বলিউডে কোণঠাসা করা হয়েছিল। সমস্ত ষড়যন্ত্র, কঠিন পরিস্থিতি পিছনে ফেলে এগিয়ে আসার জন্য অনেকেই যখন তাকে বাহবা জানান তখন কেউ কেউ প্রশ্নও তোলেন যে কেন তিনি এতগুলো বছর চুপ ছিলেন?

 

যখন অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় গোটা ঘটনার এত বছর পর সাংবাদিক সম্মেলনে কেন তিনি মুখ খুলেছিলেন সেই প্রসঙ্গে তিনি বলেন, তখন গোটা বিষয় নিয়ে তার কথা বলা অনেক সহজ ছিল কারণ তিনি বিষয়টা থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন।

 

ডাক্স শেফার্ডের পডকাস্ট আর্ম চেয়ার এক্সপার্টের একটি নতুন পর্বে প্রিয়াঙ্কা কারও নাম না করেই বলেন, তিনি রাজনীতিতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কিছু মানুষের সঙ্গে তিনি বিফ খেয়েছিলেন বলে তাকে একপ্রকার বলিউড থেকে তাড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে তিনি জানান যখন তার সঙ্গে নিক জোনাসের দেখা হয় তখন নাকি তিনি একটি অস্বাস্থ্যকর সম্পর্কে ছিলেন।

 

কিন্তু এতদিন পর এখন কেন অতীতের বিষয়ে মুখ খুললেন দেশি গার্ল? উত্তরে প্রিয়াঙ্কা বলেন, আমায় পডকাস্ট শোতে আমার জীবনের সফরের কথা জিজ্ঞেস করা হয়েছিল। আমি তখন আমার ১০, ১৫, ২২, ৩০, ৪০ বা যা খুশি বছরে কী কী হয়েছিল সবটাই বলি। আমি যা বলেছি সত্যিই বলেছি। আমি এখন আত্মবিশ্বাসী, আর সেই কারণেই আমার জীবনের ওই অধ্যায়ের বিষয়ে আমি এখন স্বচ্ছন্দে কথা বলতে পারছি।

 

তিনি গত প্রসঙ্গে আরও বলেন, আমার মনে হয় আমি এখন যেখানে আছি সেখানে দাঁড়িয়ে এখন বলা যায় যে তখন আমি ঠিক কী ফেস করেছিলাম। যা হয়েছিল আমি সেটাকে ভুলে গেছি, ক্ষমা করে দিয়েছি। জীবনে এগিয়ে গিয়েছি আমি। এখন আমার জীবনে শান্তি আছে। আর সেই কারণেই গোটা বিষয়টা নিয়ে এভাবে, খোলামেলা ভাবে কথা বলতে পারছি।

 

বর্তমানে অভিনেত্রীকে তার আগামী সিরিজ সিটাডেলের প্রচার সারতে দেখা যাচ্ছে। তিনি রিচার্ড ম্যাডেনের সঙ্গে মুম্বাইতে এই শোয়ের প্রচার সারছেন।

 

অন্যদিকে, এই প্রথমবার অভিনেত্রী তার মেয়ে মালতিকে নিয়ে দেশে এলেন। নিক আর প্রিয়াঙ্কা কিছুদিন আগেই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন জুটিতে।

Powered by WooCommerce

আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা

আপডেটঃ ০৪:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

প্রিয়াঙ্কা চোপড়া এখন সপরিবারে ভারতে আছেন। সম্প্রতি তিনি একটি পডকাস্ট শোতে এসে বলেন যে তাকে বলিউডে কোণঠাসা করা হয়েছিল। সমস্ত ষড়যন্ত্র, কঠিন পরিস্থিতি পিছনে ফেলে এগিয়ে আসার জন্য অনেকেই যখন তাকে বাহবা জানান তখন কেউ কেউ প্রশ্নও তোলেন যে কেন তিনি এতগুলো বছর চুপ ছিলেন?

 

যখন অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় গোটা ঘটনার এত বছর পর সাংবাদিক সম্মেলনে কেন তিনি মুখ খুলেছিলেন সেই প্রসঙ্গে তিনি বলেন, তখন গোটা বিষয় নিয়ে তার কথা বলা অনেক সহজ ছিল কারণ তিনি বিষয়টা থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন।

 

ডাক্স শেফার্ডের পডকাস্ট আর্ম চেয়ার এক্সপার্টের একটি নতুন পর্বে প্রিয়াঙ্কা কারও নাম না করেই বলেন, তিনি রাজনীতিতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কিছু মানুষের সঙ্গে তিনি বিফ খেয়েছিলেন বলে তাকে একপ্রকার বলিউড থেকে তাড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে তিনি জানান যখন তার সঙ্গে নিক জোনাসের দেখা হয় তখন নাকি তিনি একটি অস্বাস্থ্যকর সম্পর্কে ছিলেন।

 

কিন্তু এতদিন পর এখন কেন অতীতের বিষয়ে মুখ খুললেন দেশি গার্ল? উত্তরে প্রিয়াঙ্কা বলেন, আমায় পডকাস্ট শোতে আমার জীবনের সফরের কথা জিজ্ঞেস করা হয়েছিল। আমি তখন আমার ১০, ১৫, ২২, ৩০, ৪০ বা যা খুশি বছরে কী কী হয়েছিল সবটাই বলি। আমি যা বলেছি সত্যিই বলেছি। আমি এখন আত্মবিশ্বাসী, আর সেই কারণেই আমার জীবনের ওই অধ্যায়ের বিষয়ে আমি এখন স্বচ্ছন্দে কথা বলতে পারছি।

 

তিনি গত প্রসঙ্গে আরও বলেন, আমার মনে হয় আমি এখন যেখানে আছি সেখানে দাঁড়িয়ে এখন বলা যায় যে তখন আমি ঠিক কী ফেস করেছিলাম। যা হয়েছিল আমি সেটাকে ভুলে গেছি, ক্ষমা করে দিয়েছি। জীবনে এগিয়ে গিয়েছি আমি। এখন আমার জীবনে শান্তি আছে। আর সেই কারণেই গোটা বিষয়টা নিয়ে এভাবে, খোলামেলা ভাবে কথা বলতে পারছি।

 

বর্তমানে অভিনেত্রীকে তার আগামী সিরিজ সিটাডেলের প্রচার সারতে দেখা যাচ্ছে। তিনি রিচার্ড ম্যাডেনের সঙ্গে মুম্বাইতে এই শোয়ের প্রচার সারছেন।

 

অন্যদিকে, এই প্রথমবার অভিনেত্রী তার মেয়ে মালতিকে নিয়ে দেশে এলেন। নিক আর প্রিয়াঙ্কা কিছুদিন আগেই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন জুটিতে।