চুয়াডাঙ্গা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন ঈদে থাকছে মাহফুজুর রহমানের হিন্দি ও বাংলা গান

গানের প্রতি অগাধ প্রেম এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের। সেই প্রেম থেকেই গান গাওয়া। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।

 

আসন্ন ঈদেও থাকছে তার একক গানের অনুষ্ঠান। এবার তার একক সংগীতানুষ্ঠানের শিরোনাম ‘হৃদয় তোমাকেই চায়’। ইতোমধ্যে সেই আয়োজনের তিনটি হিন্দি গান ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’ ও ‘রাফতা রাফতা’ এবং ‘ওহ মেরে সামনে তাসভীর বানে’ প্রকাশ করেছেন ফেসবুক ও ইউটিউবে।

 

 

এটিএন বাংলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১২ টি গান। যে গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও এস আই সুমন। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, এস আই সুমন এবং ড. মাহফুজুর রহমান।

 

গানগুলোর শিরোনাম হচ্ছে, জানো না, ভালোবাসি বলে, আমি তোমার, বেইমান, ঠিকানা, জীবন সাথী, আমার ভালোবাসা অন্যরকম, তুমি সত্যি করে বলো এবং রিমিক্স দাইমা-২ ।

 

আগে প্রকাশ করা হলেও অনুষ্ঠানে থাকছে  গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া’ প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’ ও ‘রাফতা রাফতা’ এবং চকোরী চলচ্চিত্রের ‘ওহ মেরে সামনে তাসভীর বানে’ শিরোনামের গজলগুলো।

এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

আসন্ন ঈদে থাকছে মাহফুজুর রহমানের হিন্দি ও বাংলা গান

আপডেটঃ ০৫:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

গানের প্রতি অগাধ প্রেম এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের। সেই প্রেম থেকেই গান গাওয়া। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।

 

আসন্ন ঈদেও থাকছে তার একক গানের অনুষ্ঠান। এবার তার একক সংগীতানুষ্ঠানের শিরোনাম ‘হৃদয় তোমাকেই চায়’। ইতোমধ্যে সেই আয়োজনের তিনটি হিন্দি গান ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’ ও ‘রাফতা রাফতা’ এবং ‘ওহ মেরে সামনে তাসভীর বানে’ প্রকাশ করেছেন ফেসবুক ও ইউটিউবে।

 

 

এটিএন বাংলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১২ টি গান। যে গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও এস আই সুমন। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, এস আই সুমন এবং ড. মাহফুজুর রহমান।

 

গানগুলোর শিরোনাম হচ্ছে, জানো না, ভালোবাসি বলে, আমি তোমার, বেইমান, ঠিকানা, জীবন সাথী, আমার ভালোবাসা অন্যরকম, তুমি সত্যি করে বলো এবং রিমিক্স দাইমা-২ ।

 

আগে প্রকাশ করা হলেও অনুষ্ঠানে থাকছে  গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া’ প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’ ও ‘রাফতা রাফতা’ এবং চকোরী চলচ্চিত্রের ‘ওহ মেরে সামনে তাসভীর বানে’ শিরোনামের গজলগুলো।

এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।