চুয়াডাঙ্গা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে যা জানালেন প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ওয়েব সিরিজ ‘সিটাডেল’ এখন মুক্তির অপেক্ষায়। আগামী ২৮ এপ্রিল স্ট্রিমিং শুরু হবে সিরিজটির। এদিকে সিটাডেল সিরিজে বহু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। কো-স্টার রিচার্ড ম্যাডেনের সাহায্যে কীভাবে ‘ইনটিমেন্ট সিন’-এ পারফর্ম করলেন, সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই বলি নায়িকা।

 

এই সিরিজে নায়িকার ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ হওয়ার পর ক্রমশ বেড়েই চলছে দর্শক উত্তেজনা। কখনো বন্দুক হাতে, আবার কখনো প্রেমে ভেসে যেতে দেখা গেছে তাকে।

 

প্রিয়াঙ্কার লুক পছন্দ করেছে দর্শকরা। মার্কিন পপ তারকা ও স্বামী নিক জোনাসও প্রশংসা করেছেন স্ত্রীর। তবে এই পারফেক্ট লুক দেয়ার জন্য পরিশ্রম করতে হয়েছে তাকে।

 

সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য কো-স্টারের ভূমিকা ছিল অপরিহার্য। এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নায়িকা বলেন, আমরা একে অপরকে সাহায্য করেছি।

 

অভিনেত্রী আরও বলেন, আমার যখন ক্যামেরার কোনো অ্যাঙ্গেল অস্বস্তি হতো তখন সাহায্য চাইতাম। আমার এই জায়গাটা হাত দিয়ে ঢেকে রাখতে বলতাম। আবার যখন একইভাবে ওর সমস্যা হতো, আমাকে বলত হাতটা এখানে রাখো।

 

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে তিনি আরও বলেন, দু’হাজার লোকের উপস্থিতিতে শুটিং করা হয়েছিল ওই দৃশ্যের। রিচার্ড এতটাই কোঅপারেটিভ যে, তার সঙ্গে লাভ মেকিং সিনে অভিনয় করতে বেগ পেতে হয়নি নায়িকাকে।

 

সিরিজের ট্রেইলারে দেখা গেছে, দুধ সাদা চাদরে ঢাকা বিছানায় অন্তরঙ্গতার মাত্রা অতিক্রম করেছন প্রিয়াঙ্কা ও ‘মার্ভল’ খ্যাত রিচার্ড। তাদের এমন সাহসী দৃশ্যে ধরা দেয়ার বিষয়টি সানন্দে গ্রহণ করে নিয়েছে দর্শকরা।

Powered by WooCommerce

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে যা জানালেন প্রিয়াঙ্কা

আপডেটঃ ০৮:৩০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ওয়েব সিরিজ ‘সিটাডেল’ এখন মুক্তির অপেক্ষায়। আগামী ২৮ এপ্রিল স্ট্রিমিং শুরু হবে সিরিজটির। এদিকে সিটাডেল সিরিজে বহু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। কো-স্টার রিচার্ড ম্যাডেনের সাহায্যে কীভাবে ‘ইনটিমেন্ট সিন’-এ পারফর্ম করলেন, সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই বলি নায়িকা।

 

এই সিরিজে নায়িকার ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ হওয়ার পর ক্রমশ বেড়েই চলছে দর্শক উত্তেজনা। কখনো বন্দুক হাতে, আবার কখনো প্রেমে ভেসে যেতে দেখা গেছে তাকে।

 

প্রিয়াঙ্কার লুক পছন্দ করেছে দর্শকরা। মার্কিন পপ তারকা ও স্বামী নিক জোনাসও প্রশংসা করেছেন স্ত্রীর। তবে এই পারফেক্ট লুক দেয়ার জন্য পরিশ্রম করতে হয়েছে তাকে।

 

সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য কো-স্টারের ভূমিকা ছিল অপরিহার্য। এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নায়িকা বলেন, আমরা একে অপরকে সাহায্য করেছি।

 

অভিনেত্রী আরও বলেন, আমার যখন ক্যামেরার কোনো অ্যাঙ্গেল অস্বস্তি হতো তখন সাহায্য চাইতাম। আমার এই জায়গাটা হাত দিয়ে ঢেকে রাখতে বলতাম। আবার যখন একইভাবে ওর সমস্যা হতো, আমাকে বলত হাতটা এখানে রাখো।

 

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে তিনি আরও বলেন, দু’হাজার লোকের উপস্থিতিতে শুটিং করা হয়েছিল ওই দৃশ্যের। রিচার্ড এতটাই কোঅপারেটিভ যে, তার সঙ্গে লাভ মেকিং সিনে অভিনয় করতে বেগ পেতে হয়নি নায়িকাকে।

 

সিরিজের ট্রেইলারে দেখা গেছে, দুধ সাদা চাদরে ঢাকা বিছানায় অন্তরঙ্গতার মাত্রা অতিক্রম করেছন প্রিয়াঙ্কা ও ‘মার্ভল’ খ্যাত রিচার্ড। তাদের এমন সাহসী দৃশ্যে ধরা দেয়ার বিষয়টি সানন্দে গ্রহণ করে নিয়েছে দর্শকরা।