চুয়াডাঙ্গা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পরীমণি পেলেন বছরের সেরা অভিনেত্রীর মুকুট

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। ইতোমধ্যেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। সম্প্রতি অভিনেত্রীর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। চলতি বছরের সেরা অভিনেত্রীর মুকুট উঠেছে পরীর মাথায়।

আর তাকে এই পুরস্কারে ভূষিত করেছে কলকাতার পাঠকপ্রিয় গণমাধ্যম ‘আনন্দবাজার অনলাইন’।

 

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানান পরীমণি।

পাঠকদের জন্য অভিনেত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

 

এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল এবং অনুসারী যারা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে।

 

আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

 

এ দিন মঞ্চে পরীমণির হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

পুরস্কার গ্রহণের পর পরীমণি বলেন, এই অর্জন আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল ও অনুসারী যারা রয়েছেন তাদের জন্য। সেই সঙ্গে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই চিত্রনায়িকা।

 

এ বছর আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’ অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মান তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।

এদিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।

জানা গেছে, প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি।

বাংলাদেশের আলোচিত নাম পরীমনি চলচ্চিত্র জগতে ব্যস্ততমও বটে। ২০১৫ সালে পর্দায় আবির্ভাবের পর থেকে গতি কমতে দেখা যায়নি পরীমনির কর্মজীবনে। জায়েদ খানের সঙ্গে ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে পথ চলা শুরু।

একই বছর পরপর মুক্তি পায় ছয়টি ছবি। অল্প সময়েই সে দেশে মিষ্টি প্রেমের ছবির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পরীমনি। ‘আরও ভালো বাসব তোমায়’, ‘নগর মস্তান’, ‘রক্ত’, ‘পুড়ে যায় মন’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’-এর মতো একের পর এক ছবির মুখ্য ভূমিকায় মুগ্ধ করেন দর্শককে।

 

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

পরীমণি পেলেন বছরের সেরা অভিনেত্রীর মুকুট

আপডেটঃ ০৬:৫৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। ইতোমধ্যেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। সম্প্রতি অভিনেত্রীর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। চলতি বছরের সেরা অভিনেত্রীর মুকুট উঠেছে পরীর মাথায়।

আর তাকে এই পুরস্কারে ভূষিত করেছে কলকাতার পাঠকপ্রিয় গণমাধ্যম ‘আনন্দবাজার অনলাইন’।

 

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানান পরীমণি।

পাঠকদের জন্য অভিনেত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

 

এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল এবং অনুসারী যারা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে।

 

আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

 

এ দিন মঞ্চে পরীমণির হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

পুরস্কার গ্রহণের পর পরীমণি বলেন, এই অর্জন আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল ও অনুসারী যারা রয়েছেন তাদের জন্য। সেই সঙ্গে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই চিত্রনায়িকা।

 

এ বছর আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’ অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মান তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।

এদিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।

জানা গেছে, প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি।

বাংলাদেশের আলোচিত নাম পরীমনি চলচ্চিত্র জগতে ব্যস্ততমও বটে। ২০১৫ সালে পর্দায় আবির্ভাবের পর থেকে গতি কমতে দেখা যায়নি পরীমনির কর্মজীবনে। জায়েদ খানের সঙ্গে ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে পথ চলা শুরু।

একই বছর পরপর মুক্তি পায় ছয়টি ছবি। অল্প সময়েই সে দেশে মিষ্টি প্রেমের ছবির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পরীমনি। ‘আরও ভালো বাসব তোমায়’, ‘নগর মস্তান’, ‘রক্ত’, ‘পুড়ে যায় মন’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’-এর মতো একের পর এক ছবির মুখ্য ভূমিকায় মুগ্ধ করেন দর্শককে।