চুয়াডাঙ্গা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মধুমিতা হাসপাতালের বিছানা থেকে সোজা গোয়ার বিচ!

পরনে বিকিনি টপ আর মাল্টিকালার স্কার্ট, গোয়ায় জলকেলিতে মেতে মধুমিতা সরকার। চারদিন আগেই হাসপাতালের বেড থেকে ছবি পোস্ট করার পরেই গোয়ায়! তাজ্জব নেটপাড়া। মধুমিতা জানান যে, তার অ্যাপেনডিক্স অপারেশন হয়েছে। এরপর নায়িকার ছবি দেখে অবাক অনেকেই।

modhumita1

ধেয়ে আসে কটাক্ষের ঝড়। অসুস্থতা নিয়ে কেউ মজা করেছেন। কেউ আবার বডি শেমিং করেছেন। কেউ লিখেছেন ‘পাখি উড়ছে’, কেউ আবার অবাক হয়ে লিখেছেন, ‘হাসপাতাল থেকে সোজা গোয়া!’

 

আসলে কিছুদিন আগেই মধুমিতা গোয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই শ্যুটিংয়ের কাজ শুরু আর তার মাঝেই অসুস্থতা। সেই কারণেই অনেক ছবি পোস্ট করতে পারেননি তিনি।

Powered by WooCommerce

মধুমিতা হাসপাতালের বিছানা থেকে সোজা গোয়ার বিচ!

আপডেটঃ ০৭:০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

পরনে বিকিনি টপ আর মাল্টিকালার স্কার্ট, গোয়ায় জলকেলিতে মেতে মধুমিতা সরকার। চারদিন আগেই হাসপাতালের বেড থেকে ছবি পোস্ট করার পরেই গোয়ায়! তাজ্জব নেটপাড়া। মধুমিতা জানান যে, তার অ্যাপেনডিক্স অপারেশন হয়েছে। এরপর নায়িকার ছবি দেখে অবাক অনেকেই।

modhumita1

ধেয়ে আসে কটাক্ষের ঝড়। অসুস্থতা নিয়ে কেউ মজা করেছেন। কেউ আবার বডি শেমিং করেছেন। কেউ লিখেছেন ‘পাখি উড়ছে’, কেউ আবার অবাক হয়ে লিখেছেন, ‘হাসপাতাল থেকে সোজা গোয়া!’

 

আসলে কিছুদিন আগেই মধুমিতা গোয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই শ্যুটিংয়ের কাজ শুরু আর তার মাঝেই অসুস্থতা। সেই কারণেই অনেক ছবি পোস্ট করতে পারেননি তিনি।