চুয়াডাঙ্গা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সামান্থার সঙ্গে পরিচালকের বচসা তুঙ্গে

দক্ষিণি সুপারস্টার সামান্থা রুথ প্রভুর সঙ্গে পরিচালক চিত্তবাবুর বচসা এবার জমে উঠেছে। একে অন্যকে কটাক্ষ করেই যাচ্ছেন তারা। তারই ধারাবাহিকতায় এবার সামান্থাকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করে বসলেন চিত্তবাবু। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

 

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সামান্থা। সেখানে গুগলের একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন তিনি। গুগলকে সামান্থা প্রশ্ন করেছিলেন, ‘কারও কানে এত চুল কী কারণে গজায়?’ গুগলের উত্তর, ‘টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেলে কানের ভিতরে ও বাইরে চুল গজায়।

 

এদিকে প্রযোজক-পরিচালক চিত্তবাবুর ছবি দেখলেই বোঝা যায়, তার মাথায় চুল না থাকলেও, দুই কানে চুলের কমতি নেই। তা থেকেই অনুরাগীদের ধারণা, নাম উল্লেখ না করলেও চিত্তবাবুকেই কটাক্ষ করেছিলেন সামান্থা।

এবার সামান্থার কটাক্ষের জবাব দিলেন চিত্তবাবু। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘তিনি শুধু আমার কানের চুল দেখেছেন, আমার শরীরের অন্য জায়গাতেও চুল গজায়।’

 

তিনি আরও বলেন, ‘সামান্থা এখন আর ১৮-২০ বছরের যুবতী নেই। ও এখন বুড়িয়ে গিয়েছে। শকুন্তলমের চরিত্রের জন্য ওর নির্বাচন একেবারেই ঠিক নয়। আর তাতে ভুল কী আছে! ওর গ্ল্যামারের দিন ফুরিয়ে এসেছে। ওর চেহারা এখন পার্শ্বচরিত্রে করার মতো, আর ওর এই সত্যটা মেনে নেওয়া উচিত।’

 

‘শকুন্তলম’ ছবিটি ঘিরেই সামান্থার সঙ্গে দ্বন্দ্বের শুরু সামান্থার। ছবিটি মুখ থুবড়ে পড়ায় নিন্দুকেরা নিয়েছিলেন সামান্থার পিছু। তার ক্যারিয়ার শেষ বলে কটাক্ষ করেছিলেন দক্ষিণি পরিচালক চিত্তবাবু। সেই কথায় সমর্থন দিয়েছিলেন অনেকে। তারপর থেকেই কথার যুদ্ধ চলছে নায়িকা ও পরিচালকের মাঝে।

Powered by WooCommerce

সামান্থার সঙ্গে পরিচালকের বচসা তুঙ্গে

আপডেটঃ ১২:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

দক্ষিণি সুপারস্টার সামান্থা রুথ প্রভুর সঙ্গে পরিচালক চিত্তবাবুর বচসা এবার জমে উঠেছে। একে অন্যকে কটাক্ষ করেই যাচ্ছেন তারা। তারই ধারাবাহিকতায় এবার সামান্থাকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করে বসলেন চিত্তবাবু। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

 

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সামান্থা। সেখানে গুগলের একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন তিনি। গুগলকে সামান্থা প্রশ্ন করেছিলেন, ‘কারও কানে এত চুল কী কারণে গজায়?’ গুগলের উত্তর, ‘টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেলে কানের ভিতরে ও বাইরে চুল গজায়।

 

এদিকে প্রযোজক-পরিচালক চিত্তবাবুর ছবি দেখলেই বোঝা যায়, তার মাথায় চুল না থাকলেও, দুই কানে চুলের কমতি নেই। তা থেকেই অনুরাগীদের ধারণা, নাম উল্লেখ না করলেও চিত্তবাবুকেই কটাক্ষ করেছিলেন সামান্থা।

এবার সামান্থার কটাক্ষের জবাব দিলেন চিত্তবাবু। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘তিনি শুধু আমার কানের চুল দেখেছেন, আমার শরীরের অন্য জায়গাতেও চুল গজায়।’

 

তিনি আরও বলেন, ‘সামান্থা এখন আর ১৮-২০ বছরের যুবতী নেই। ও এখন বুড়িয়ে গিয়েছে। শকুন্তলমের চরিত্রের জন্য ওর নির্বাচন একেবারেই ঠিক নয়। আর তাতে ভুল কী আছে! ওর গ্ল্যামারের দিন ফুরিয়ে এসেছে। ওর চেহারা এখন পার্শ্বচরিত্রে করার মতো, আর ওর এই সত্যটা মেনে নেওয়া উচিত।’

 

‘শকুন্তলম’ ছবিটি ঘিরেই সামান্থার সঙ্গে দ্বন্দ্বের শুরু সামান্থার। ছবিটি মুখ থুবড়ে পড়ায় নিন্দুকেরা নিয়েছিলেন সামান্থার পিছু। তার ক্যারিয়ার শেষ বলে কটাক্ষ করেছিলেন দক্ষিণি পরিচালক চিত্তবাবু। সেই কথায় সমর্থন দিয়েছিলেন অনেকে। তারপর থেকেই কথার যুদ্ধ চলছে নায়িকা ও পরিচালকের মাঝে।