তাকে ঘিরে শোবিজ অঙ্গনে একাধিক প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। যদিও সেসব সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তবে ব্যক্তি জীবনে কারো সঙ্গে প্রেম করছেন কিনা তা নিয়ে বিস্তর প্রশ্ন ছিল তার ভক্তদের। এবার তানজিন তিশা অকপটে স্বীকার করলেন— প্রেম করছেন তিনি।
সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসিবে হাজির হয়েছিলেন তানজিনা তিশা। এসময় সঞ্চালক জানতে চান প্রেম করছেন কিনা? প্রশ্নটি শুনে অনেকটাই প্রস্তুত হয়ে যান তিশা। কিছুটা সামলে নিয়ে এই অভিনেত্রী বলেন— ‘প্রেম তো করতেই পারি! হ্যাঁ, করছি।
প্রেমের পরবর্তী অধ্যায় বিয়ে নিয়েও প্রশ্ন করা হয় তিশাকে। অভিনেত্রী বলেন, ‘সেটা (বিয়ে) আমার মনে হয় আরও কিছু দিন পর। আমার বাবা চলে গেছেন, এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার, কাজগুলোকে গুছিয়ে তোলা, সব কিছুতেই তো সময় লাগে। এজন্য এখনই বিয়ে নিয়ে ভাবছি না।’
তানজিন তিশার বয়স এখন ত্রিশের ঘরে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়েও মুগ্ধ করেছেন অনুরাগীদের।
শোতে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, এ প্রশ্নও করা হয়। জবাবে তিশা কিছুটা রহস্য জিইয়ে রাখেন। বলেন,, ভবিষ্যৎ তো বরাবরই অনিশ্চিত। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, তা আগাম বলা মুশকিল।
এর আগে সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম করেছিলেন তিশা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। কিন্তু বেশিদিন টিকেনি সেই প্রেম। এরপর অভিনেতা আফরান নিশোর সঙ্গেও তিশার প্রেমের গুঞ্জন উঠে। তবে তারা কেউই স্বীকারোক্তি দেননি। গুঞ্জন ছিলো সংগীতশিল্পী ইমরানের সঙ্গেও! কিন্তু হাবিব ছাড়া বাকি প্রেমের বিষয়গুলো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি।