চুয়াডাঙ্গা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নুসরাত-যশ ‘শিকার’ এ যুক্ত হয়েছেন

নুসরাত-যশ: ছবি সংগৃহিত

টলিউড তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মাঝে শিকারের প্রবণতা দেখা যাচ্ছে। এরইমধ্যে তারা যোগ দিয়েছেন শিকারে।এজন্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বন জঙ্গলে যাচ্ছেন না নুসরাত-যশ। তারা সম্প্রতি যুক্ত হয়েছেন ‘শিকার’ নামের একটি সিনেমায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

 

মে মাসের এই ভরা গরমে দক্ষিণ কলকাতার জোকা-বজবজ এলাকায় শুটিং করছেন যশ, নুসরত। একদিকে এই হাঁসফাঁস গরমে দরদর করে ঘামছেন, তারমধ্যেই শুটিং করছেন।

 

 

এই গরমে শুটিংয়ের মাঝে নিজেকে কীভাবে ঠিক রাখছেন যশ সেই তথ্য জানালেন সাক্ষাৎকারে। বললেন, ‘সারাদিন প্রচুর জল খাচ্ছি। একই সঙ্গে কাজ শেষ করার চাপ আছে। এই টিমে আমি প্রথমবার কাজ করছি, কিন্তু খুব ভালো অভিজ্ঞতা হলো।’

অন্যদিকে যশের সঙ্গে কাজ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘বরের সঙ্গে পর্দায় ফিরব বলে আমি একাধিক ছবির কাজ ছেড়ে দিয়েছি। আসলে আমি আর কোনও ধূসর চরিত্রে অভিনয় করতে চাইনি। ভালো লাগছিল না। আমার কাছে আজও বাণিজ্যিক ছবির আলাদা আকর্ষণ আছে। এই ছবিতে আমার আর যশের পুরনো কেমিস্ট্রি দর্শকরা ফিরে পাবেন।’

 

দেবরাজ সিংহের পরিচালনায় আসছে ‘শিকার। এটি একটি থ্রিলারধর্মী ছবি। অভিনয়ে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানকে।

Powered by WooCommerce

নুসরাত-যশ ‘শিকার’ এ যুক্ত হয়েছেন

আপডেটঃ ০১:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

টলিউড তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মাঝে শিকারের প্রবণতা দেখা যাচ্ছে। এরইমধ্যে তারা যোগ দিয়েছেন শিকারে।এজন্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বন জঙ্গলে যাচ্ছেন না নুসরাত-যশ। তারা সম্প্রতি যুক্ত হয়েছেন ‘শিকার’ নামের একটি সিনেমায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

 

মে মাসের এই ভরা গরমে দক্ষিণ কলকাতার জোকা-বজবজ এলাকায় শুটিং করছেন যশ, নুসরত। একদিকে এই হাঁসফাঁস গরমে দরদর করে ঘামছেন, তারমধ্যেই শুটিং করছেন।

 

 

এই গরমে শুটিংয়ের মাঝে নিজেকে কীভাবে ঠিক রাখছেন যশ সেই তথ্য জানালেন সাক্ষাৎকারে। বললেন, ‘সারাদিন প্রচুর জল খাচ্ছি। একই সঙ্গে কাজ শেষ করার চাপ আছে। এই টিমে আমি প্রথমবার কাজ করছি, কিন্তু খুব ভালো অভিজ্ঞতা হলো।’

অন্যদিকে যশের সঙ্গে কাজ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘বরের সঙ্গে পর্দায় ফিরব বলে আমি একাধিক ছবির কাজ ছেড়ে দিয়েছি। আসলে আমি আর কোনও ধূসর চরিত্রে অভিনয় করতে চাইনি। ভালো লাগছিল না। আমার কাছে আজও বাণিজ্যিক ছবির আলাদা আকর্ষণ আছে। এই ছবিতে আমার আর যশের পুরনো কেমিস্ট্রি দর্শকরা ফিরে পাবেন।’

 

দেবরাজ সিংহের পরিচালনায় আসছে ‘শিকার। এটি একটি থ্রিলারধর্মী ছবি। অভিনয়ে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানকে।