চুয়াডাঙ্গা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রীর ২১ বছরের বড় পুরুষকে বিয়ে

বয়সের তোয়াক্কা প্রেম কখনও করে না। তাইতো ২১ বছরের বড় পুরুষকে বিয়ে করেছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী স্নেহাল রায়। যিনি পেশায় রাজনীতিবিদ আবার উত্তরপ্রদেশের বড় নেতা। কীভাবে শুরু হল এই প্রেম,জানালেন সেকথা।

 

একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন স্নেহাল। গত ১০ বছর ধরে তিনি উত্তরপ্রদেশের নেতা মাধবেন্দ্র কুমার রাইয়ের সঙ্গে বিবাহিত। কিন্তু এখন নিজের বিয়ের খবর প্রকাশ করেছেন। এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন বিয়ের কথা? এখনই বা কেন প্রকাশ করছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তারকার জীবনের সমস্ত ব্যক্তিগত কথা প্রকাশ্যে না বললেও চলে। এখন বিবাহিতদের এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে ঠিক করেছেন, তাই নিজের বিয়ের কথা জানিয়েছেন।

 

স্নেহাল আরও জানান, একটি অনুষ্ঠানের সঞ্চালনা করতে গিয়েছিলেন তিনি। সেখানে অতিথি হয়ে গিয়েছিলেন মাধবেন্দ্র। নাম শুনেই মাধবেন্দ্রকে বেশ ওজনদার মানুষ মনে হয়েছিল তার। পরে অনুষ্ঠানের শেষে পাশাপাশি বসে খাবার খান। আবার ফ্লাইটেও পাশাপাশি সিট পেয়ে যান। সেই সুযোগেই মাধবেন্দ্র তাকে নিজের ইভেন্ট কোম্পানির হয়ে সঞ্চালনা করতে বলেন। এই সঞ্চালনার কাজ করতে করতেই দুজন কাছাকাছি চলে আসেন।

 

বয়স কোনোদিনই তাদের মধ্যে বাধা হয়নি বলে জানান স্নেহাল। একে অন্যকে ‘আই লাভ ইউ’র মতো শব্দও বলেননি তারা। জানা গেছে, মাধবেন্দ্র সোজা স্নেহালকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরিবারের সঙ্গে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

 

সেই সময় মাধবেন্দ্রর ভাই স্নেহালের মনের কথা জানতে চান। কোনো উত্তর না দিয়ে শুধু হেসেছিলেন অভিনেত্রী। তাতেই তিনি বুঝে যান। স্বামী তাকে রানির মতো রেখেছেন, এমনটাই জানান হিন্দি টেলিভিশনের তারকা।

Powered by WooCommerce

অভিনেত্রীর ২১ বছরের বড় পুরুষকে বিয়ে

আপডেটঃ ১১:১৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

বয়সের তোয়াক্কা প্রেম কখনও করে না। তাইতো ২১ বছরের বড় পুরুষকে বিয়ে করেছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী স্নেহাল রায়। যিনি পেশায় রাজনীতিবিদ আবার উত্তরপ্রদেশের বড় নেতা। কীভাবে শুরু হল এই প্রেম,জানালেন সেকথা।

 

একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন স্নেহাল। গত ১০ বছর ধরে তিনি উত্তরপ্রদেশের নেতা মাধবেন্দ্র কুমার রাইয়ের সঙ্গে বিবাহিত। কিন্তু এখন নিজের বিয়ের খবর প্রকাশ করেছেন। এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন বিয়ের কথা? এখনই বা কেন প্রকাশ করছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তারকার জীবনের সমস্ত ব্যক্তিগত কথা প্রকাশ্যে না বললেও চলে। এখন বিবাহিতদের এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে ঠিক করেছেন, তাই নিজের বিয়ের কথা জানিয়েছেন।

 

স্নেহাল আরও জানান, একটি অনুষ্ঠানের সঞ্চালনা করতে গিয়েছিলেন তিনি। সেখানে অতিথি হয়ে গিয়েছিলেন মাধবেন্দ্র। নাম শুনেই মাধবেন্দ্রকে বেশ ওজনদার মানুষ মনে হয়েছিল তার। পরে অনুষ্ঠানের শেষে পাশাপাশি বসে খাবার খান। আবার ফ্লাইটেও পাশাপাশি সিট পেয়ে যান। সেই সুযোগেই মাধবেন্দ্র তাকে নিজের ইভেন্ট কোম্পানির হয়ে সঞ্চালনা করতে বলেন। এই সঞ্চালনার কাজ করতে করতেই দুজন কাছাকাছি চলে আসেন।

 

বয়স কোনোদিনই তাদের মধ্যে বাধা হয়নি বলে জানান স্নেহাল। একে অন্যকে ‘আই লাভ ইউ’র মতো শব্দও বলেননি তারা। জানা গেছে, মাধবেন্দ্র সোজা স্নেহালকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরিবারের সঙ্গে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

 

সেই সময় মাধবেন্দ্রর ভাই স্নেহালের মনের কথা জানতে চান। কোনো উত্তর না দিয়ে শুধু হেসেছিলেন অভিনেত্রী। তাতেই তিনি বুঝে যান। স্বামী তাকে রানির মতো রেখেছেন, এমনটাই জানান হিন্দি টেলিভিশনের তারকা।