চুয়াডাঙ্গা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রাবন্তী-রূপাঞ্জনা আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন

গত ২৫ মে জামাইষষ্ঠীর দিন ৬০ বছরে বিবাহ করে সামাজিক মাধ্যমে একেবারে বোমা ফাটান জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী, এরপর থেকেই চর্চায় অভিনেতার বিয়ে।আশিষের বিয়ে নিয়ে কী বলছেন শ্রাবন্তী-রূপাঞ্জনারা? একের অধিক বিয়ে করা কি অন্যায়?

 

আসামের ফ্যাশন ডিজাইনার রুপালী বড়ুয়াকে বিয়ে করেন আশিষ। তারও বয়স ৫০, একটি মেয়েও রয়েছে। এই বয়সেই নতুন করে জীবনকে সাজানোর সিদ্ধান্ত নিলেন দুজনেই। তবে এখন তার বিয়েই নেটপাড়ার অন্যতম কটাক্ষের মাধ্যম। দফায় দফায় কটাক্ষের সম্মুখীন হচ্ছেন অভিনেতা। তবে এই ঘটনা এই প্রথম নয়, টলিউডেও এর আগে ব্যক্তিগত সম্পর্কের জন্য বারবার কটাক্ষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একে একে তিন নম্বর বিয়েও স্থায়ী হয়নি তার। আবার বেশ কিছুদিন আগে  অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও নিজের নতুন সম্পর্কের কথা ঘোষণা করেন। ছেলেটি তার থেকে ছোট! এই নিয়েও কম কথা শুনতে হয়নি তাকে।

 

এবার আশিষের বিয়ে নিয়ে কী বলছেন শ্রাবন্তী-রূপাঞ্জনারা? একের অধিক বিয়ে করা কি অন্যায়? এই প্রসঙ্গে অভিনেত্রী শ্রাবন্তীর স্পষ্ট জবাব, ‘আমি নিজের শর্তে বাঁচি। আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তারাই চর্চা করেন, যাদের জীবনে ফাঁকা সময় অনেক।

 

তার খারাপ সময় তো পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য করেনি। তাহলে সে যদি ভালো থাকার চেষ্টা করেন, তাহলে অন্যের এত সমস্যা কীসের? উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় নয়। খুব ভালো যে, এই বয়সে নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের তো প্রশংসা করা উচিত।’

 

এদিকে রূপাঞ্জনা বলছেন, ‘মানুষের মননটা জানা জরুরি। তারা যদি সকাল থেকে উঠে নেতিবাচক বিষয় খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে তাদের জীবনটাই আসলে এমন। কিছু হলেই তারা ভয় পান। এগুলোতে বেশি না গুরুত্ব না দেওয়াই ভালো। আমি যখন নিজের সম্পর্কের কথা ঘোষণা করি, তখনও অনেকে নানা মন্তব্য করেছিলেন। তবে তারাই এখন ভালো কথা বলেন। সুতরাং, আমি আশিষবাবুকে শুভেচ্ছা জানাব নতুন জীবনের জন্য।’

 

শুধু আশিষ, রূপাঞ্জনা আর শ্রাবন্তীই নন, অতীতে কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, সাইফ আলি খান, মাসাবা গুপ্ত—তারা সবাই প্রথম বিয়ে ভাঙ্গার পর বিয়ে করেছেন, কেউ কেউ দ্বিতীয় বিয়ে করেও সুখী না হয়ে আবারও বিয়ে করেছেন।

জনপ্রিয় সংবাদ

জীবননগরে অধিকমূল্যে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শ্রাবন্তী-রূপাঞ্জনা আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন

প্রকাশ : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

গত ২৫ মে জামাইষষ্ঠীর দিন ৬০ বছরে বিবাহ করে সামাজিক মাধ্যমে একেবারে বোমা ফাটান জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী, এরপর থেকেই চর্চায় অভিনেতার বিয়ে।আশিষের বিয়ে নিয়ে কী বলছেন শ্রাবন্তী-রূপাঞ্জনারা? একের অধিক বিয়ে করা কি অন্যায়?

 

আসামের ফ্যাশন ডিজাইনার রুপালী বড়ুয়াকে বিয়ে করেন আশিষ। তারও বয়স ৫০, একটি মেয়েও রয়েছে। এই বয়সেই নতুন করে জীবনকে সাজানোর সিদ্ধান্ত নিলেন দুজনেই। তবে এখন তার বিয়েই নেটপাড়ার অন্যতম কটাক্ষের মাধ্যম। দফায় দফায় কটাক্ষের সম্মুখীন হচ্ছেন অভিনেতা। তবে এই ঘটনা এই প্রথম নয়, টলিউডেও এর আগে ব্যক্তিগত সম্পর্কের জন্য বারবার কটাক্ষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একে একে তিন নম্বর বিয়েও স্থায়ী হয়নি তার। আবার বেশ কিছুদিন আগে  অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও নিজের নতুন সম্পর্কের কথা ঘোষণা করেন। ছেলেটি তার থেকে ছোট! এই নিয়েও কম কথা শুনতে হয়নি তাকে।

 

এবার আশিষের বিয়ে নিয়ে কী বলছেন শ্রাবন্তী-রূপাঞ্জনারা? একের অধিক বিয়ে করা কি অন্যায়? এই প্রসঙ্গে অভিনেত্রী শ্রাবন্তীর স্পষ্ট জবাব, ‘আমি নিজের শর্তে বাঁচি। আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তারাই চর্চা করেন, যাদের জীবনে ফাঁকা সময় অনেক।

 

তার খারাপ সময় তো পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য করেনি। তাহলে সে যদি ভালো থাকার চেষ্টা করেন, তাহলে অন্যের এত সমস্যা কীসের? উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় নয়। খুব ভালো যে, এই বয়সে নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের তো প্রশংসা করা উচিত।’

 

এদিকে রূপাঞ্জনা বলছেন, ‘মানুষের মননটা জানা জরুরি। তারা যদি সকাল থেকে উঠে নেতিবাচক বিষয় খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে তাদের জীবনটাই আসলে এমন। কিছু হলেই তারা ভয় পান। এগুলোতে বেশি না গুরুত্ব না দেওয়াই ভালো। আমি যখন নিজের সম্পর্কের কথা ঘোষণা করি, তখনও অনেকে নানা মন্তব্য করেছিলেন। তবে তারাই এখন ভালো কথা বলেন। সুতরাং, আমি আশিষবাবুকে শুভেচ্ছা জানাব নতুন জীবনের জন্য।’

 

শুধু আশিষ, রূপাঞ্জনা আর শ্রাবন্তীই নন, অতীতে কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, সাইফ আলি খান, মাসাবা গুপ্ত—তারা সবাই প্রথম বিয়ে ভাঙ্গার পর বিয়ে করেছেন, কেউ কেউ দ্বিতীয় বিয়ে করেও সুখী না হয়ে আবারও বিয়ে করেছেন।