চুয়াডাঙ্গা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পরীমণির বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছেন রাজ

অভিনেতা শরিফুল রাজকে ১০১ টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পরীমণি। গেল বছরের শুরুতেই তাদের বিয়ের খবর প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে। এবার জানা গেল সংসার জীবনে ভালো নেই রাজ-পরী। থাকছেন আলাদা। স্বামী শরিফুল রাজের সঙ্গে অনেক চেষ্টা করেও এক ছাদের নিচে থাকতে পারেননি বলে জানিয়েছেন পরী।

 

চলমান পরিস্থিতিতে সংসার করা প্রসঙ্গে পরী বলছেন, ‘আর না, অনেক হয়েছে। এবার টোটালি ফুলস্টপ। কার সঙ্গে ঘর করবো? ঘর করার তো আর কিছুই নাই। ইচ্ছে থাকলেওতো আর হচ্ছে না। যার সাথে ঘর করবো সেইতো নেই।’

 

রাজের সঙ্গে সংসার ধরে রাখা প্রসঙ্গে এই অভিনেত্রী গণমাধ্যমকে বলছেন, ‘অনেক চেষ্টা করেছি রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকতে। কিন্তু তা আর হলো না। এরপরও আমি তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু রাজ আমার সাথে থাকতে চায় না। যাওয়ার আগে আমার চরিত্র নিয়ে কথা বলে গেছে। আমাকে নিয়ে যে কথাগুলো তুললো, তার প্রমাণ যেন অবশ্যই সে দেয়।’

 

পরী আরও জানিয়েছেন বলেন,  ‘গত মার্চের শেষ সপ্তাহে আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে রাজ। শুধু ছেঁড়া বললে ভুল হবে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তখন সে বলেছিল, এ বিয়ে সে মানে না। আপনারাই বলুন কি হস্যকর একটা কথা। কাবিনামা ছিঁড়লেই কি বিয়ে ভেঙে যায়। এতো কিছুর পরেও আমি তার সঙ্গে কন্টিনিউ করার চেষ্টা করেছি।’

 

‘দামাল’ সিনেমা মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরী মণি। সেখান থেকে দাম্পত্য জীবনের অবনতি হয়েছে রাজ-পরীর। সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে ব্যক্তিগত কিছু ভিডিও প্রকাশ্যে এলে সেটা জটিল আকার ধারণ করে।

 

 

Powered by WooCommerce

পরীমণির বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছেন রাজ

আপডেটঃ ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

অভিনেতা শরিফুল রাজকে ১০১ টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পরীমণি। গেল বছরের শুরুতেই তাদের বিয়ের খবর প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে। এবার জানা গেল সংসার জীবনে ভালো নেই রাজ-পরী। থাকছেন আলাদা। স্বামী শরিফুল রাজের সঙ্গে অনেক চেষ্টা করেও এক ছাদের নিচে থাকতে পারেননি বলে জানিয়েছেন পরী।

 

চলমান পরিস্থিতিতে সংসার করা প্রসঙ্গে পরী বলছেন, ‘আর না, অনেক হয়েছে। এবার টোটালি ফুলস্টপ। কার সঙ্গে ঘর করবো? ঘর করার তো আর কিছুই নাই। ইচ্ছে থাকলেওতো আর হচ্ছে না। যার সাথে ঘর করবো সেইতো নেই।’

 

রাজের সঙ্গে সংসার ধরে রাখা প্রসঙ্গে এই অভিনেত্রী গণমাধ্যমকে বলছেন, ‘অনেক চেষ্টা করেছি রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকতে। কিন্তু তা আর হলো না। এরপরও আমি তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু রাজ আমার সাথে থাকতে চায় না। যাওয়ার আগে আমার চরিত্র নিয়ে কথা বলে গেছে। আমাকে নিয়ে যে কথাগুলো তুললো, তার প্রমাণ যেন অবশ্যই সে দেয়।’

 

পরী আরও জানিয়েছেন বলেন,  ‘গত মার্চের শেষ সপ্তাহে আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে রাজ। শুধু ছেঁড়া বললে ভুল হবে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তখন সে বলেছিল, এ বিয়ে সে মানে না। আপনারাই বলুন কি হস্যকর একটা কথা। কাবিনামা ছিঁড়লেই কি বিয়ে ভেঙে যায়। এতো কিছুর পরেও আমি তার সঙ্গে কন্টিনিউ করার চেষ্টা করেছি।’

 

‘দামাল’ সিনেমা মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরী মণি। সেখান থেকে দাম্পত্য জীবনের অবনতি হয়েছে রাজ-পরীর। সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে ব্যক্তিগত কিছু ভিডিও প্রকাশ্যে এলে সেটা জটিল আকার ধারণ করে।