চুয়াডাঙ্গা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সানি লিওনের সঙ্গে শ্রাবন্তীকে তুলনা

শনিবার (১০ জুন) বোতাম খোলা শার্টে ছবি পোস্ট করতেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হলো শ্রাবন্তীকে। শার্টের ওপরের বোতামগুলো খোলা- এমন একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই বলিউডের সানি লিওনের সঙ্গে তুলনা করা হয় টলিউড অভিনেত্রীকে।

 

‘এক সময় আমি স্নো হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি পাল্টে গিয়েছি’, ক্যাপশনে একথা লিখে ছবি পোস্ট করেন শ্রাবন্তী। তবে নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। ‘সানি লিওন পার্ট ২’, এমনটাই লেখা হয়েছে শ্রাবন্তীর পোস্টের কমেন্টবক্সে।

 

‘আর একটা বোতাম খুলে দিলে কি হতো’, ‘এই ছবি দেখলে আমার বিনোদ রাঠোরের একটি গানের কথা মনে পড়ে: ছুপানা ভি নেহি আতা দিখানা ভি নেহি আতা’, এমন মন্তব্যও করা হয়েছে।

 

srabonti1

 

প্রসঙ্গত, শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। শ্রাবন্তীর পরবর্তী সিনেমা ‘দেবী চৌধুরানী’। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।

Powered by WooCommerce

সানি লিওনের সঙ্গে শ্রাবন্তীকে তুলনা

আপডেটঃ ০৮:১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

শনিবার (১০ জুন) বোতাম খোলা শার্টে ছবি পোস্ট করতেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হলো শ্রাবন্তীকে। শার্টের ওপরের বোতামগুলো খোলা- এমন একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই বলিউডের সানি লিওনের সঙ্গে তুলনা করা হয় টলিউড অভিনেত্রীকে।

 

‘এক সময় আমি স্নো হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি পাল্টে গিয়েছি’, ক্যাপশনে একথা লিখে ছবি পোস্ট করেন শ্রাবন্তী। তবে নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। ‘সানি লিওন পার্ট ২’, এমনটাই লেখা হয়েছে শ্রাবন্তীর পোস্টের কমেন্টবক্সে।

 

‘আর একটা বোতাম খুলে দিলে কি হতো’, ‘এই ছবি দেখলে আমার বিনোদ রাঠোরের একটি গানের কথা মনে পড়ে: ছুপানা ভি নেহি আতা দিখানা ভি নেহি আতা’, এমন মন্তব্যও করা হয়েছে।

 

srabonti1

 

প্রসঙ্গত, শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। শ্রাবন্তীর পরবর্তী সিনেমা ‘দেবী চৌধুরানী’। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।