১১
বাংলাদেশে বড় বাজেটের সিনেমা ঈদে মুক্তি দেওয়ার রীতি বহু বছরের। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হচ্ছে না। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদসহ অনেক ঢালিউড তারকাকেই এই ঈদে দেখা যাবে বড় পর্দায়।
ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খানের কোনো না কোনো সিনেমা প্রতি ঈদেই মুক্তি পায়। এর ধারাবাহিকতায় এবার আসছে ‘বরবাদ’। ইতোমধ্যেই এই ছবির টিজার মুক্তি পেয়েছে। সিনেমাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব ভক্তদের বেশ সরব থাকতেও দেখা যাচ্ছে।
বরবাদ সিনেমার একটি গানও মুক্তি পেয়েছে। ‘দ্বিধা’ নামের এই গান গত শুক্রবার ইউটিউবে আসার পর ইতোমধ্যে ২৭ লাখ ভিউ কুড়িয়েছে।
দুই বছর আগে ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’ বেশ সাড়া জাগিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, সেটিই নিশোর ক্যারিয়ারের প্রথম বড় পর্দার চলচ্চিত্র। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি—দাগি।
শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। সিনেমার টিজারে নতুন রূপে হাজির হওয়া নিশোকে দেখে ইতোমধ্যে তার ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে।
ঢালিউডের আরেক পরিচিত মুখ সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা মুক্তি পাচ্ছে এই ঈদে। এম রাহিম পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।
ইতোমধ্যে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। সিয়ামকে সাধারণত রোমান্টিক ঘরানার সিনেমাতে দেখা গেলেও এই সিনেমার টিজারে অন্যরকম চরিত্রের ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ছবির টিজারও মুক্তি পেয়েছে। একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।
আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া আবারও হাজির করছে ”জ্বীন’ সিরিজের নতুন কিস্তি ‘জ্বীন থ্রি’। ‘জ্বিন থ্রি’-ও মুক্তি পাচ্ছে এই ঈদে। পোস্টার প্রকাশসহ নানাভাবে এই ছবির প্রচারণার কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। সিনেমাটির পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান।