চুয়াডাঙ্গা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘরোয়া উপায়ে পোশাকে লেগে যাওয়া রং তুলুন

  • নিউজ রুমঃ
  • আপডেটঃ ১০:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • 515

ছবি সংগৃহিত

যেকোনো উৎসব মানেই হইহুল্লোড় আর সাজগোজ। উৎসব যদি বিয়ে বাড়ির রং খেলার হয়ে থাকে, সেক্ষেত্রে পোশাকে ছাপ পড়ে বিভিন্ন রঙের। তখন কপালে চিন্তার ভাজ পড়ে পোশাক থেকে এই রঙ দূর করার। তাই আজকে আমরা জেনে নেব ঘরোয়া কোন উপায়ে পোশাকের রং ওঠানো সম্ভব।

 

১) পোশাকে যেকোনো ধরনের রং লাগলে বাসায় ফিরে আগেই আধা ঘন্টার মতো বালতির পানির ভিতর পোশাকটি ভিজিয়ে রাখুন। অনেকক্ষণ পানিতে ডুবে থাকার কারণে পোশাক থেকে রং এমনিতেই উঠে যায়।

 

২) রং লাগা পোশাকটি যদি হয় সাদা তাহলে একটি ঝকিরই বটে। এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো নন ক্লোরিন বিচ দিয়ে পোশাকটি  কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর কেচে দিলেই রং উঠে যাবে।

৩) সামান্য পরিমাণ রং লাগে সে ক্ষেত্রে রঙের জায়গায় মাজুনী দিয়ে ব্রাশ করে দিলে সহজেই রং উঠে যাবে।

 

৪) এছাড়াও আমরা অনেকেই জানি জামা কাপড়ের রং তুলতে লেবুর রসের ভূমিকা রয়েছে। লেবু এসিড  সমৃদ্ধ হওয়ায় যে কোন জেদী দাগ তুলতে সক্ষম।

 

৫) পোশাকের রং তুলতে সেনিটাইজার দারুন কাজে দেয়। তাই এক বালতি কুসুম গরম পানির মধ্যে দুই তিন ফোটা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে মিশিয়ে নিন। তারপর রং লেগে যাওয়া পোশাকগুলি এই পানিতে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পরে দেখবেন কাঁচার আগেই অনেকটা রং উঠে গেছে।

 

৬) এসবের পাশাপাশি পোশাকের রং তুলতে ভ্যানিশের ব্যবহার করতে পারেন।  এক্ষেত্রে পোশাকের যে অংশে রং লেগেছে সেখানে ভ্যানিশ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর যে কোন ডিটারজেন্ট গুঁড়ো দিয়ে পোশাকটি কেচে নিতে হবে।দেখবেন সহজেই রঙ উঠে গেছে।

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

ঘরোয়া উপায়ে পোশাকে লেগে যাওয়া রং তুলুন

আপডেটঃ ১০:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

যেকোনো উৎসব মানেই হইহুল্লোড় আর সাজগোজ। উৎসব যদি বিয়ে বাড়ির রং খেলার হয়ে থাকে, সেক্ষেত্রে পোশাকে ছাপ পড়ে বিভিন্ন রঙের। তখন কপালে চিন্তার ভাজ পড়ে পোশাক থেকে এই রঙ দূর করার। তাই আজকে আমরা জেনে নেব ঘরোয়া কোন উপায়ে পোশাকের রং ওঠানো সম্ভব।

 

১) পোশাকে যেকোনো ধরনের রং লাগলে বাসায় ফিরে আগেই আধা ঘন্টার মতো বালতির পানির ভিতর পোশাকটি ভিজিয়ে রাখুন। অনেকক্ষণ পানিতে ডুবে থাকার কারণে পোশাক থেকে রং এমনিতেই উঠে যায়।

 

২) রং লাগা পোশাকটি যদি হয় সাদা তাহলে একটি ঝকিরই বটে। এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো নন ক্লোরিন বিচ দিয়ে পোশাকটি  কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর কেচে দিলেই রং উঠে যাবে।

৩) সামান্য পরিমাণ রং লাগে সে ক্ষেত্রে রঙের জায়গায় মাজুনী দিয়ে ব্রাশ করে দিলে সহজেই রং উঠে যাবে।

 

৪) এছাড়াও আমরা অনেকেই জানি জামা কাপড়ের রং তুলতে লেবুর রসের ভূমিকা রয়েছে। লেবু এসিড  সমৃদ্ধ হওয়ায় যে কোন জেদী দাগ তুলতে সক্ষম।

 

৫) পোশাকের রং তুলতে সেনিটাইজার দারুন কাজে দেয়। তাই এক বালতি কুসুম গরম পানির মধ্যে দুই তিন ফোটা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে মিশিয়ে নিন। তারপর রং লেগে যাওয়া পোশাকগুলি এই পানিতে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পরে দেখবেন কাঁচার আগেই অনেকটা রং উঠে গেছে।

 

৬) এসবের পাশাপাশি পোশাকের রং তুলতে ভ্যানিশের ব্যবহার করতে পারেন।  এক্ষেত্রে পোশাকের যে অংশে রং লেগেছে সেখানে ভ্যানিশ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর যে কোন ডিটারজেন্ট গুঁড়ো দিয়ে পোশাকটি কেচে নিতে হবে।দেখবেন সহজেই রঙ উঠে গেছে।