চুয়াডাঙ্গা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারে ডিম সবজি দিয়ে বানান সুস্বাদু ইতালিয়ান ফ্রিতাতা


ইফতারে ভিন্ন স্বাদের ও পুষ্টিকর খাবার তৈরি করতে চাইলে ডিম ও সবজির ফ্রিতাতা হতে পারে একটি অসাধারণ ডিশ। এটি এক ধরনের ইতালিয়ান ডিশ, যা ওমলেট ও কেকের মাঝামাঝি এক ধরনের খাবার। প্রোটিন ও মিনারেলসমৃদ্ধ হওয়ায় এটি বেশ স্বাস্থ্যকর। চলুন দেখে নেই কিভাবে সহজেই বাসায় তৈরি করতে পারেন সুস্বাদু ফ্রিতাতা-

প্রয়োজনীয় উপকরণ:

  • ডিম – ৪টি
  • দুধ – ২ টেবিল চামচ
  • পেঁয়াজ – ১টি (কুঁচি করা)
  • ক্যাপসিকাম – আধা কাপ (লাল, হলুদ ও সবুজ মিশ্রিত)
  • টমেটো – ১টি (কুঁচি করা)
  • গাজর – আধা কাপ (ক্ষুদ্র কাটা)
  • ব্রকলি – আধা কাপ (ক্ষুদ্র কাটা)
  • পালং শাক – আধা কাপ (কুঁচি করা)
  • লবণ – স্বাদ অনুযায়ী
  • গোলমরিচ গুঁড়া – আধা চা চামচ
  • চিজ – আধা কাপ (ঐচ্ছিক)
  • অলিভ অয়েল/বাটার – ২ টেবিল চামচ
1400x919 BaconLeekFrittata 7b5e1

ফ্রিতাতা প্রোটিন ও মিনারেলসমৃদ্ধ হওয়ায় বেশ পুষ্টিকর, ছবি: টেসকো রিয়াল ফুড

প্রস্তুত প্রণালী:

  •  প্রথমে একটি বড় বাটিতে ডিম ভেঙে নিন এবং তাতে দুধ, লবণ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।
  •  এবার একটি নন-স্টিক প্যানে অলিভ অয়েল বা বাটার গরম করুন।
  •  গরম হলে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, ব্রকলি ও পালং শাক দিয়ে হালকা ভেজে নিন।
  •  সবজি কিছুটা নরম হলে তাতে কাটা টমেটো মিশিয়ে আরও ১-২ মিনিট নাড়াচাড়া করুন।
  •  সবজিগুলো সুন্দরভাবে মিশে গেলে এর উপর ফেটানো ডিমের মিশ্রণ ঢেলে দিন এবং চুলার আঁচ মিডিয়ামে রাখুন।
  •  ২-৩ মিনিট পর এর উপর চিজ ছড়িয়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, যাতে ফ্রিতাটা ভালোভাবে রান্না হয়।
  •  ৮-১০ মিনিট পর দেখুন ডিম ভালোভাবে সেট হয়েছে কিনা। যদি উপরের অংশ একটু কাঁচা থাকে, তাহলে প্যানে একটি ঢাকনা বা প্লেট দিয়ে উল্টে দিন অথবা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৫ মিনিট বেক করুন।
  •  হয়ে গেলে নামিয়ে নিন, পছন্দমতো কাটুন এবং টমেটো সস বা ধনেপাতা-দইয়ের চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
প্রসংঙ্গ :
জনপ্রিয়

Powered by WooCommerce

ইফতারে ডিম সবজি দিয়ে বানান সুস্বাদু ইতালিয়ান ফ্রিতাতা

আপডেটঃ ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫


ইফতারে ভিন্ন স্বাদের ও পুষ্টিকর খাবার তৈরি করতে চাইলে ডিম ও সবজির ফ্রিতাতা হতে পারে একটি অসাধারণ ডিশ। এটি এক ধরনের ইতালিয়ান ডিশ, যা ওমলেট ও কেকের মাঝামাঝি এক ধরনের খাবার। প্রোটিন ও মিনারেলসমৃদ্ধ হওয়ায় এটি বেশ স্বাস্থ্যকর। চলুন দেখে নেই কিভাবে সহজেই বাসায় তৈরি করতে পারেন সুস্বাদু ফ্রিতাতা-

প্রয়োজনীয় উপকরণ:

  • ডিম – ৪টি
  • দুধ – ২ টেবিল চামচ
  • পেঁয়াজ – ১টি (কুঁচি করা)
  • ক্যাপসিকাম – আধা কাপ (লাল, হলুদ ও সবুজ মিশ্রিত)
  • টমেটো – ১টি (কুঁচি করা)
  • গাজর – আধা কাপ (ক্ষুদ্র কাটা)
  • ব্রকলি – আধা কাপ (ক্ষুদ্র কাটা)
  • পালং শাক – আধা কাপ (কুঁচি করা)
  • লবণ – স্বাদ অনুযায়ী
  • গোলমরিচ গুঁড়া – আধা চা চামচ
  • চিজ – আধা কাপ (ঐচ্ছিক)
  • অলিভ অয়েল/বাটার – ২ টেবিল চামচ
1400x919 BaconLeekFrittata 7b5e1

ফ্রিতাতা প্রোটিন ও মিনারেলসমৃদ্ধ হওয়ায় বেশ পুষ্টিকর, ছবি: টেসকো রিয়াল ফুড

প্রস্তুত প্রণালী:

  •  প্রথমে একটি বড় বাটিতে ডিম ভেঙে নিন এবং তাতে দুধ, লবণ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।
  •  এবার একটি নন-স্টিক প্যানে অলিভ অয়েল বা বাটার গরম করুন।
  •  গরম হলে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, ব্রকলি ও পালং শাক দিয়ে হালকা ভেজে নিন।
  •  সবজি কিছুটা নরম হলে তাতে কাটা টমেটো মিশিয়ে আরও ১-২ মিনিট নাড়াচাড়া করুন।
  •  সবজিগুলো সুন্দরভাবে মিশে গেলে এর উপর ফেটানো ডিমের মিশ্রণ ঢেলে দিন এবং চুলার আঁচ মিডিয়ামে রাখুন।
  •  ২-৩ মিনিট পর এর উপর চিজ ছড়িয়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, যাতে ফ্রিতাটা ভালোভাবে রান্না হয়।
  •  ৮-১০ মিনিট পর দেখুন ডিম ভালোভাবে সেট হয়েছে কিনা। যদি উপরের অংশ একটু কাঁচা থাকে, তাহলে প্যানে একটি ঢাকনা বা প্লেট দিয়ে উল্টে দিন অথবা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৫ মিনিট বেক করুন।
  •  হয়ে গেলে নামিয়ে নিন, পছন্দমতো কাটুন এবং টমেটো সস বা ধনেপাতা-দইয়ের চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।